মণিপাল টাইগার্সের অধিনায়ক মহম্মদ কাইফ টস জিতে রায়না অ্যান্ড কোম্পানিকে প্রথমে ব্যাট করতে পাঠান। আরবানরাইজার্সের হয়ে ওপেনার ডয়েন স্মিথ প্রথম বল থেকেই তাণ্ডব শুরু করেন। মাত্র ৫৩ বলে করেন ১২০ রান। ১৪টি চার এবং ৭টি ছক্কায় ইনিংস সাজান। ৬ উইকেটে ২৫৩ রান তোলে আরবানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন– ১৫০ টাকায় হুডি, ২০০ টাকায় জ্যাকেট; কোথায় মিলছে শীতপোশাকে এমন চমৎকার অফার?
advertisement
২৫৪ রানের বিশাল স্কোরের সামনে ভেঙে পড়ে মণিপাল টাইগার্স: ২৫৪ রানের বিশাল স্কোর তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মণিপাল টাইগার্স। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি মহম্মদ কাইফের দল। অ্যাঞ্জেলো পেরেরা কিছুটা লড়াই করেছিলেন। ৩০ বলে করেন ৭৩ রান। এর মধ্যে রয়েছে ৭টি চার এবং ৫টি ছয়। কিন্তু বাকিরা দাঁড়াতেই পারেননি। ফলে জলে যায় অ্যাঞ্জেলোর লড়াই। অধিনায়ক কাইফ ১৪ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। ১৭৮ রানে গুটিয়ে যায় মণিপাল টাইগার্সের ব্যাটিং। আরবানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেস বোলার জেরম টেলর এবং পিটার ট্রেগো সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।
কোয়ালিফায়ার ম্যাচে সুবিধা করতে পারলেন না অধিনায়করা: কোয়ালিফায়ার ম্যাচে দুই দলের কোনও অধিনায়কই অধিনায়কোচিত ইনিংস খেলতে পারেননি। ম্যাচ জিতলেও ব্যাট হাতে ব্যর্থ সুরেশ রায়না। চার বলে মাত্র ৪ রান করে থিসেরা পেরেরার বলে ওয়ালটনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন চেন্নাই কিংসে ধোনির একদা সতীর্থ। মণিপাল টাইগার্সের অধিনায়ক মহম্মদ কাইফেরও একই দশা। ব্যাট হাতে তিনিও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। মাত্র ১৪ বলে ১৩ রান করে আউট হন কাইফ। মারেন ২টি চার।