TRENDING:

LLC 2023: দ্রুততম সেঞ্চুরি করলেন ৪০ বছর বয়সী এই ব্যাটার, জয়ের শিরোপা থেকে এক ধাপ দূরে রায়নার দল

Last Updated:

LLC 2023: লেজেন্ডস লিগে ইতিহাস। তৈরি হল নয়া রেকর্ড। দ্রুততম শতরান করলেন ডোয়েন স্মিথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লেজেন্ডস লিগে ইতিহাস। তৈরি হল নয়া রেকর্ড। দ্রুততম শতরান করলেন ডয়েন স্মিথ। এদিন প্রথম কোয়ালিফায়ারে মণিপাল টাইগার্সকে ফাইনালে উঠল আরবানরাইজার্স হায়দরাবাদ। সুরাতের লালাভাই কনট্রাক্টর স্টেডিয়ামে মণিপালকে ৭৫ রানে হারিয়েছে সুরেশ রায়নার দল। জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৪০ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার ডোয়েন স্মিথ। ২২৬.৪২ স্ট্রাইক রেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
দ্রুততম সেঞ্চুরি করলেন ৪০ বছর বয়সী এই ব্যাটার, জয়ের শিরোপা থেকে এক ধাপ দূরে রায়নার দল
দ্রুততম সেঞ্চুরি করলেন ৪০ বছর বয়সী এই ব্যাটার, জয়ের শিরোপা থেকে এক ধাপ দূরে রায়নার দল
advertisement

মণিপাল টাইগার্সের অধিনায়ক মহম্মদ কাইফ টস জিতে রায়না অ্যান্ড কোম্পানিকে প্রথমে ব্যাট করতে পাঠান। আরবানরাইজার্সের হয়ে ওপেনার ডয়েন স্মিথ প্রথম বল থেকেই তাণ্ডব শুরু করেন। মাত্র ৫৩ বলে করেন ১২০ রান। ১৪টি চার এবং ৭টি ছক্কায় ইনিংস সাজান। ৬ উইকেটে ২৫৩ রান তোলে আরবানরাইজার্স হায়দরাবাদ।

আরও পড়ুন– ১৫০ টাকায় হুডি, ২০০ টাকায় জ্যাকেট; কোথায় মিলছে শীতপোশাকে এমন চমৎকার অফার?

advertisement

২৫৪ রানের বিশাল স্কোরের সামনে ভেঙে পড়ে মণিপাল টাইগার্স: ২৫৪ রানের বিশাল স্কোর তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মণিপাল টাইগার্স। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি মহম্মদ কাইফের দল। অ্যাঞ্জেলো পেরেরা কিছুটা লড়াই করেছিলেন। ৩০ বলে করেন ৭৩ রান। এর মধ্যে রয়েছে ৭টি চার এবং ৫টি ছয়। কিন্তু বাকিরা দাঁড়াতেই পারেননি। ফলে জলে যায় অ্যাঞ্জেলোর লড়াই। অধিনায়ক কাইফ ১৪ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। ১৭৮ রানে গুটিয়ে যায় মণিপাল টাইগার্সের ব্যাটিং। আরবানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেস বোলার জেরম টেলর এবং পিটার ট্রেগো সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

advertisement

আরও পড়ুন– বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমা কোম্পানির সম্মান এলআইসি-র ঘরে, সেরা ৫০-এর মধ্যে একমাত্র ভারতীয় সংস্থা

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

কোয়ালিফায়ার ম্যাচে সুবিধা করতে পারলেন না অধিনায়করা: কোয়ালিফায়ার ম্যাচে দুই দলের কোনও অধিনায়কই অধিনায়কোচিত ইনিংস খেলতে পারেননি। ম্যাচ জিতলেও ব্যাট হাতে ব্যর্থ সুরেশ রায়না। চার বলে মাত্র ৪ রান করে থিসেরা পেরেরার বলে ওয়ালটনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন চেন্নাই কিংসে ধোনির একদা সতীর্থ। মণিপাল টাইগার্সের অধিনায়ক মহম্মদ কাইফেরও একই দশা। ব্যাট হাতে তিনিও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। মাত্র ১৪ বলে ১৩ রান করে আউট হন কাইফ। মারেন ২টি চার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
LLC 2023: দ্রুততম সেঞ্চুরি করলেন ৪০ বছর বয়সী এই ব্যাটার, জয়ের শিরোপা থেকে এক ধাপ দূরে রায়নার দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল