TRENDING:

South Dinajpur News: পঞ্চম শ্রেণির ছাত্র ফুটবল খেলতে পাড়ি দিচ্ছে ব্রাজিলে! বাংলার ছেলের বড় কীর্তি

Last Updated:

South Dinajpur News: দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দীর্ঘ পথ প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরে ব্রাজিলে পাড়ি দেবে পারপতিরাম গ্রামের ১১ বছর বয়সের কিশোর মোহন ঘোষ। ফুটবল খেলার প্রতিভাই যেন তাঁর সাফল্যের টিকিট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দীর্ঘ পথ প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরে ব্রাজিলে পাড়ি দেবে পারপতিরাম গ্রামের ১১ বছর বয়সের কিশোর মোহন ঘোষ। ফুটবল খেলার প্রতিভাই যেন তাঁর সাফল্যের টিকিট। পরিবারের কেউই চাননি ফুটবল খেলুক। কিন্তু মাত্র ১২ বছরের খুদে মোহনের যে ফুটবল প্রতিভা রয়েছে তা নজর এড়িয়ে যায়নি শিক্ষক সঞ্জয় সরকারের। নিজের খরচাতেই প্রথমে একটি জুতো ও জার্সি কিনে দেন মোহনকে। তারপর থেকেই শুরু লড়াই।
advertisement

পতিরাম বিএসএফ ক্যাম্পের পাশেই পতিরাম হাই স্কুলের মাঠে প্রতিদিন নিজে নিজেই এক সময় ফুটবল অনুশীলন করেছে মোহন। এরপর জীবনটাই বদলে গেছে ছোট্ট মোহনের। সে গোলকিপার হতে চায়। সেই লক্ষ্যেই চলছে তার সাধনা। ইতিমধ্যেই কলকাতায় খেলে এসেছে। জুনিয়রদের মধ্যে শ্রেষ্ঠ গোলকিপারের প্রাইজ নিয়ে এসেছে।

স্থানীয় শিক্ষক ও ফুটবল কোচ সঞ্জয় সরকার মোহনকে প্রথম থেকেই কোচিং করেছে। সঠিকভাবে পরিচালনা করেছেন আরও একজন কোচ মৃত্যুঞ্জয় বসাক। ২০২০ সালে পতিরামে সঞ্জয়বাবু প্রচেষ্টায় একটি ফুটবল অ্যাকাডেমি তৈরি হয়েছে। সেই অ্যাকাডেমিতে এখন প্রায় দেড়শো জন বাচ্চা নিয়মিত ফুটবল এর প্রশিক্ষণ নেয়। সাংসদের উদ্যোগে ফুটবল ট্যালেন্ট হান্ট ক্যাম্পে আরও তিনজন বাচ্চা সফল হয়েছে তাদেরও পাসপোর্ট বানানোর জন্য আবেদন করা হয়েছে।

advertisement

চলতি বছরেই সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে ফুটবল ট্যালেন্ট হান্ট ক্যাম্পে মোহনের প্রতিভা চোখে পড়ে যায় মুম্বই থেকে আসা ফুটবল একাডেমির কর্তাদের। ছোট্ট মোহনের বাড়িতে ফুটবল অ্যাকাডেমি থেকে দ্রুত পাসপোর্ট ভিসা তৈরি করার জন্য যোগাযোগ করা হয়েছে। মোহনকে নিয়ে যাওয়া হবে ব্রাজিলের একটি ক্লাবে। যেখানে প্রশিক্ষিত হবে সে।

View More

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: ইংল্যান্ডে প্রতিদিন কত টাকা আয় করছেন বৈভব সূর্যবংশী? ১৪ বছর বয়সেই ব্যাঙ্ক ব্যালান্স জানলে অবাক হবেন

advertisement

মোহনের এই সাফল্যে পতিরামের সমস্ত মানুষ। শুধুমাত্র ব্রাজিল নয় এই ক্যাম্প থেকে আরো দুজন খুদে খেলোয়াড় শ্রীলঙ্কায় প্রশিক্ষণের জন্য সুযোগ পেয়েছে। তিন দিক সীমান্ত বেষ্টিত দিনাজপুর জেলাতে ফুটবলের পরিকাঠামো নেই বললেই চলে। তারপরেও যেভাবে এই অ্যাকাডেমি থেকে ছাত্ররা সফল হয়েছে তাতে আশাবাদী কোচ থেকে শুরু করে অভিভাবকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/খেলা/
South Dinajpur News: পঞ্চম শ্রেণির ছাত্র ফুটবল খেলতে পাড়ি দিচ্ছে ব্রাজিলে! বাংলার ছেলের বড় কীর্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল