TRENDING:

খেলব খেলব করাই সার! বাংলার বোলারের হাতে জব্দ বাংলাদেশের লিটন দাস

Last Updated:

Liton Das: বাংলাদেশের ক্রিকেটাররা কি এখনও আইপিএলে খেলার জন্য তৈরি নন? লিটন দাসের ইনিংস প্রশ্ন তুলে দিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আইপিএলে ৬টি ম্যাচ খেলে ফেলল কেকেআর। এখনও ঠিকঠাক ওপেনিং জুটি খুঁজে পেল না কলকাতা!
advertisement

এদিন ওপেনিং জুটিতে জেসন রয় ও বাংলাদেশের লিটন দাসকে খেলাল কেকেআর। এই জুটিও ফ্লপ। টানা ছটি ম্যাচে কেকেআরের ওপেনিং জুটি রান পেল না। টুর্নামেন্ট গড়াচ্ছে। কেকেআরের এই সমস্যার আর সমাধান হচ্ছে না।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্য়াচ খেলেছিল কলকাতা। সেই ম্যাচে রহমানুল্লা গুরবাজ ও মনদীপ সিংহ ওপেনিং জুটি হিসেবে করেছিলেন মাত্র ১৩ রান।

advertisement

আরও পড়ুন- রিঙ্কু সিংয়ের পরিবারকে বিরাট দায়িত্ব দিলেন গাভাসকর, কথা না শুনলে সর্বনাশ!

এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুরবাজ়ের সঙ্গে ওপেন করেন বেঙ্কটেশ আয়ার। এই জুটি করে ২৬ রান। তিন নম্বর ম্য়াচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতার ওপেনিং জুটি ছিল গুরবাজ-নারায়ণ জগদীশন। তাঁরা করেন ১১ রান।

গুরবাজ-জগদীশন জুটি এর পর সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ওপেন করে। দুটিতেই তাঁরা ফ্লপ। এদিন লিটন ও জেসন মিলে দিল্লির বিরুদ্ধে তোলেন মাত্র ১৫ রান।

advertisement

লিটন দাস কবে কেকেআরের জার্সিতে খেলবেন, তার জন্য অধীর আগ্রহে বসেছিলেন বাংলাদেশের সমর্থকরা। সেই লিটন সুযোগ পেলেন। কিন্তু রান পেলেন না। চার বলে ৪ রান। একইসঙ্গে কলকাতার ওপেনিং জুটির সমস্যা একই জায়গায় থাকল।

আরও পড়ুন- অধিনায়ক হয়েই দলকে জয়ে ফেরালেন বিরাট কোহলি, পঞ্জাবকে ২৪ রানে হারাল আরসিবি

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বাংলার মুকেশ কুমার এদিন আউট করেন লিটন দাসকে। বাংলাদেশের তারকা ব্যাটার ললিত যাদবের হাতে ক্যাচ দেন। শাকিব আল হাসান না থাকায় কেকেআরে লিটনের সুযোগ পাওয়া নিয়ে আশায় বুক বাঁধছিলেন বাংলাদেশের সমর্থকরা। তবে লিটন প্রথম ম্যাচেই ফ্লপ। কেকেআরকে ওপেনার হিসেবে ভরসা জোগাতে পারলেন না।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
খেলব খেলব করাই সার! বাংলার বোলারের হাতে জব্দ বাংলাদেশের লিটন দাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল