ডেভিড বেকহ্যামের ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যে রবিবার তারা আনুষ্ঠানিকভাবে মেসিকে সামনে নিয়ে আসবে। কার আগে শনিবার চুক্তি স্বাক্ষর হয়ে গেল মেসির। ফলে সরকারিভাবে মেসি এখন আমেরিকার ক্লাবের ফুটবলার। শুধু ইন্টার মিয়ামিতে যোগ দেওয়াই নয়, মেসি ফিরে পেয়েছেন তাঁর হারানো সম্মান। বার্সেলোনায় দীর্ঘ বছর ১০ নম্বর জার্সি পরে খেলেছেন মেসি। কিন্তু পিএসজিতে তার ভাগ্যে ১০ নম্বর জার্সি জোটেনি। কিন্তু মিয়ামিতে নিজের নাম্বার টেন ফিরে পাচ্ছেন মেসি।
advertisement
ক্লাবের তরফে মেসির একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে মেসিকে ১০ নম্বর জার্সিত পরিহিত অবস্থা। মেসিকে ফের ১০ নম্বর জার্সিতে দেখে খুশি বিশ্ব জুড়ে তাঁর কোটি কোটি ফ্যানেরা। ক্লাবের তরফ থেকে জারি করা বিবৃতিতে মেসি বলেছেন,”আমেরিকা এবং ইন্টার মায়ামিতে ফুটবলজীবনের নতুন অধ্যায় শুরু করছি। আমি খুবই উত্তেজিত। সবাই মিলে আমরা এগিয়ে যাব। এক সঙ্গে নতুন কিছু অর্জন করব আমরা। এটাই এখন আমার নতুন বাড়ি। সকলকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।”
রবিবার মেসিকে প্রথমবারের জন্য আনুষ্ঠানিকভাবে সামনে নিয়ে আসবেন ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ। সেজে উঠেছে গোটা মিয়ামি। ২২ হাজার দর্শক থাকবেন মেসিকে প্রথমবার মিয়ামিতে দেখার জন্য। জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে মিয়ামির তরফ থেকে। ১৭ জুলাই নতুন ক্লাবের হয়ে প্রথম সাংবাদিক বৈঠক করার কথা মেসির। শুক্রবার মিয়ামির হয়ে প্রথম মাঠে নামতে পারেন মেসি।