TRENDING:

Lionel Messi: বার্সেলোনায় পৌঁছে গেলেন মেসি, সঙ্গে ১৪টা সুটকেস! সই সময়ের অপেক্ষা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্সেলোনা: ১৪ খানা সুটকেস নিয়ে বার্সেলোনায় নামতে দেখা গেছে লিওনেল মেসি এবং মেসি পরিবারকে। হঠাৎ সিজেন চলাকালীন পরিবার নিয়ে ছুটি কাটাতে চলে গেলেন নাকি বিশ্বকাপজয়ী? না কি তল্পিতল্পা নিয়ে তার প্রিয় শহরে পদার্পণ করার মধ্যে লুকিয়ে আছে কেরিয়ারের ভবিষ্যত? লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কারোর কাছেই আর অজানা নয়। যত দিন যাচ্ছে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিকে এগিয়ে আসছে।
দুই ছেলেকে নিয়ে বার্সেলোনায় মেসি
দুই ছেলেকে নিয়ে বার্সেলোনায় মেসি
advertisement

এটা ভালো ভাবে বোঝাই যাচ্ছে যে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি চান তার ছোটবেলার ক্লাবেই ফিরে আসতে। মেসির শেষ সিদ্ধান্তের অপেক্ষায় নিদ্রাহীন বার্সেলোনা সমর্থকরা। লিগ ওয়ানে প্যারিস সা জার্মান এখন প্রথম স্থানে আছে এবং ৯ পয়েন্ট এগিয়ে। মাত্র ছয়টি ম্যাচ বাকি আছে লিগ শেষ হতে। ফ্রান্স থেকে দুটো লিগ ট্রফি জিতেই হয়তো আবার স্পেনে চলে আসতে পারেন লিও মেসি।

advertisement

আরও পড়ুন - Sachin Tendulkar: সচিন যখন ইস্টবেঙ্গলের ছেলে! লাল হলুদ জার্সি গায়ে হারিয়েছিলেন মোহনবাগানকে

মেসির সাথে বার্সেলোনার কথা বার্তা চলছেই সেটা অজানা নয়, বার্সেলোনার তরফ থেকেই এই সুসংবাদ জানানো হয়েছে। ফুটবল মার্কেট বিশেষজ্ঞ জেরার্ড রোমেরো জানিয়েছেন, লিওনেল মেসি নাকি বার্সেলোনায় পদার্পণ করেছেন পরিবার সহ। সঙ্গে নাকি ১৪ খানা সুটকেস। প্যারিস থেকে নিজস্ব বিমানে করে উড়ে এসেছেন বার্সেলোনায়।

advertisement

বার্সেলোনায় নেমে এক নম্বর টার্মিনাল দিয়ে গোপনে শহরে পদার্পণ করেছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। মরসুম চলাকালীন পরিবার ও এত মালপত্র সহ বার্সেলোনায় ফিরে আসা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। খুব শীঘ্রই হয়তো পাকা খবর আসতে চলেছে লা পুলগার বার্সায় ফেরার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লিও মেসির আগমনের জন্য শুধু সমর্থকরা নয়, ক্লাবের প্লেয়াররাও অপেক্ষায়। তাদের প্রত্যাশা মেসি ফিরলে হয়তো আবার চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন দেখা শুরু করবে।

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: বার্সেলোনায় পৌঁছে গেলেন মেসি, সঙ্গে ১৪টা সুটকেস! সই সময়ের অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল