জুলিয়ান আলভারেজ এদিন ম্যাচের ২২ মিনিটে এগিয়ে দেন৷ এরপর মেসি ৫১ মিনিট আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন৷ ম্যাক্সিমে ক্রিপেয়ু শট রিডাইরেক্ট করে দেন এবং দূর থেকে গোল করে নেন মেসি ৷
দেখে নিন দুটি গোল
advertisement
এদিন কোপা আমেরিকায় লিওনেল মেসি গোল করার পর ১০৯ গোল করে ফেললেন৷ তিনি উঠে এলেন সর্বোচ্চ গোল করার দ্বিতীয় নম্বরে৷ এর আগে আলি দেইয়ের ১০৮ গোলের মার্ক পেরিয়ে গেলেন৷ এবারের কোপা আমেরিকায় এটিই মেসির প্রথম গোল৷
—- Polls module would be displayed here —-
আরও পড়ুন – Hardik Pandya: শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচন নিয়ে বড় চিন্তা, মাথা ফাটছে অধিনায়ক বাছতে, একাধিক দাবিদার
দেশের জার্সিতে সেরা গোলরক্ষকদের তালিকা একবার দেখে নিন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) – ১৩০ গোল
লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ১০৯ গোল
আলি দেই (ইরান)- ১০৮ গোল
সুনীল ছেত্রী (ভারত)- ৯৪ গোল