Hardik Pandya: শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচন নিয়ে বড় চিন্তা, মাথা ফাটছে অধিনায়ক বাছতে, একাধিক দাবিদার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs SL: কে হবেন অধিনায়ক, লং টার্ম না শর্ট টার্ম কোন অঙ্ক কাজ করছে বোর্ডের মাথায় তাই নিয়ে জল্পনা তুঙ্গে৷
advertisement
ভারত শ্রীলঙ্কা সিরিজের ক্রীড়াসূচিভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং একই সংখ্যক ম্যাচের একদিনের সিরিজের জন্য সফরে যাবে৷ এই সফর হবে জুলাই থেকে অগাস্টের মধ্যে। ২৭, ২৮ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি। এরপর ২, ৪ ও ৭ অগাস্টে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
advertisement
হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক ছিলেন৷ তাই তাঁর দাবি বেশি জোরালো৷ ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল, সকলেই টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়কত্ব করেছেন৷ কিন্তু বর্তমানে তিনজনের থেকে পান্ডিয়া এগিয়ে আছেন৷ কেএল রাহুলের টি টোয়েন্টি দলে জায়গা করে নেওয়াই মুশকিল৷
advertisement
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর ৩টি ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিও ওয়ানডে সিরিজে বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে নির্বাচকদের রোহিতের জায়গায় নতুন অধিনায়ক বেছে নিতে হবে, যা সহজ হবে না। এই জন্য দুটি কারণ আছে। প্রথমত, রোহিত শর্মার অনুপস্থিতিতে যে ক্রিকেটারই অধিনায়ক হন তিনি তিনি দীর্ঘ মেয়াদে নয়, স্বল্প মেয়াদের জন্য অধিনায়ক নির্বাচিত হবেন৷ এমন পরিস্থিতিতে প্রথম পছন্দ হতে পারেন হার্দিক পান্ডিয়া। কিন্তু বিসিসিআই যদি দীর্ঘ মেয়াদের কথা মাথায় রেখে অধিনায়ক বেছে নেয়, তাহলে পান্ডিয়াকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এখন বিসিসিআই কি কথা মাথায় রেখে অধিনায়ক বাছবে সেটাও দেখার৷
advertisement
: T20 WC জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা বাদ পড়তে পারেন! শুধু তিনিই নয় নাম কাটা যেতে পারে বিরাট কোহলিরও৷ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, দুজনেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন৷ কিন্তু এবার তাঁরা আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়তে পারেন। পরের মাসে, টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে৷
advertisement
২০২৫ এবং ২০২৭ সালে আইসিসির দুটি বড় ওডিআই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে আয়োজিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যার নেতৃত্ব রোহিতের হাতে থাকবে নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। এর পর ২০২৭ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই সময়ে রোহিত শর্মার বয়স ৪০ বছর। ফলে বিসিসিআই সেই বিশ্বকাপে নতুন অধিনায়ককে নিয়েই ভাববে৷
advertisement
এমনটা হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে এবং এমন একজন অধিনায়ককে বেছে নিতে হবে যে শুধু ওয়ানডে দলেই ফিট নয়, টেস্টও খেলবে। এমনটা হলে হার্দিক পান্ডিয়ার জায়গায় অন্য কোনও নাম বিবেচনা করা যেতে পারে এবং এতে পন্থ এগিয়ে থাকবে বলে মনে হচ্ছে। কেএল রাহুলও এই দৌড়ে আছেন, তবে পন্থের আসার পরে তাঁকে প্রথমে দলে নিজের জায়গা প্রথমে নিশ্চিত করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement