TRENDING:

Lionel Messi New Club: জল্পনা শেষ, নতুন ক্লাব মেসির! ছাড়ছেন ইউরোপ, বিরাট চমক দিয়ে যাচ্ছেন কোথায়?

Last Updated:

Lionel Messi New Club: লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগদানের ঘোষণার পর থেকেই ক্লাবটির ব্যাপারে কৌতূহল বেড়েছে ফুটবলপ্রেমীদের। বর্তমানে অবশ্য মেজর লিগ সকারে খুব ভালো অবস্থানে নেই ইন্টার মিয়ামি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আল হিলালের দেওয়া ১ বিলিয়নের প্রস্তাবে এমনিতেই তাক লাগার জোগাড় ফুটবলের খোঁজ রাখা মানুষদের, তার উপর ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের খবরে তো অবস্থা পাগলপ্রায়। ইন্টার মিয়ামিতে যোগ দিলে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সঙ্গে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল লিওনেল মেসিকে। এমনকি খেলা ছাড়ার পর নাকি এমএলএসের একটি ক্লাবের মালিকানাও দেওয়া হবে তাকে! -এমন প্রস্তাবের পর আল হিলালের ১ বিলিয়ন ইউরোর প্রস্তাবও যৎসামান্যই মনে হচ্ছিল। সেই জল্পনাই সত্যি করে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পরবর্তী গন্তব্য আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। ইতোমধ্যেই মেসি নিজে এই ক্লাবে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মিয়ামিতে যাচ্ছি।
নতুন ক্লাব মেসির
নতুন ক্লাব মেসির
advertisement

এদিকে, তারকা এই ফুটবলারের ইন্টার মিয়ামিতে যোগদানের ঘোষণার পর থেকেই ক্লাবটির ব্যাপারে কৌতূহল বেড়েছে ফুটবলপ্রেমীদের। বর্তমানে অবশ্য মেজর লিগ সকারে খুব ভালো অবস্থানে নেই ইন্টার মিয়ামি।

আরও পড়ুন: মেসিকে ছেড়ে মিনিটে কয়েক লাখ ফলোয়ার কমে গেল পিএসজির! জোর লড়াই বার্সা আর সৌদির

প্রসঙ্গত, মেসিকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিল বার্সেলোনা। রেকর্ড অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। কিন্তু কিছুতেই মেসিকে তাঁর পুরনো ক্লাব বার্সায় ফিরিয়ে নিয়ে যেতে পারল না। পুরনো ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মেসি আমেরিকার ক্লাবকেই বেছে নিলেন। গত কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা শিবিরে পৌঁছে গিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। কিছু দিন আগে নিজের পুরনো ক্লাব পিএসজিতে গিয়েও মেসির সঙ্গে আলোচনা করেছিলেন বেকহ্যাম।

advertisement

আরও পড়ুন: ভারতের পক্ষ নেওয়ায় বাংলাদেশকে আক্রমণ পাকিস্তানের আফ্রিদির! মিলল যোগ্য জবাব

তবে মেসির বার্সেলোনায় ফেরা বা সৌদির ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যতটা আগ্রহ, উদ্দীপনা ছিল তার সিকি ভাগও ছিল না আমেরিকার ক্লাবে যোগ দেওয়া নিয়ে। সেই অর্থে অনেকটা নিঃশব্দে লক্ষ্যে পৌঁছে গেল ইন্টার মায়ামি। বিশ্বকাপজয়ী মেসি এই প্রথমবারের মতো ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন। যদিও মেসির ইচ্ছে ছিল ইউরোপে খেলার, কিন্তু ইউরোপের কোনো নামিদামি ক্লাব থেকে বড় অঙ্কের প্রস্তাব না পাওয়ায় ইন্টার মিয়ামিকেই বেছে নিতে হয় বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে, ইন্টার মিয়ামিতে মেসি নিজেই হতে যাচ্ছেন সবচেয়ে বড় তারকা। ক্লাবটিতে মেসি ব্যতীত অন্য কোনো বড় নামই নেই। ক্লাবটির প্রধান গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে আমেরিকার ড্রেক ক্যালেন্ডার। দলটির রক্ষণভাগে রয়েছে ইউক্রেনের সার্জিও ক্রিভটসভ, জামাইকার কামাল মিলার, দে আন্দ্রে ইয়েদলিন, ডেভিড রুইজ। এছাড়াও রয়েছে ডিক্সন আরেইও, ফ্রান্সকো নেগ্রি, ব্রাজিলের জিয়ান মতা, বেঞ্জা ক্রিমাসছি, নিকোলাস স্টেফেনাল্লি, ভেনেজুয়েলার জোসেফ মার্টিনেজ, পর্তুগালের সিযে সান্তোস, সুইডেনের ক্রিস্টোফার ম্যাকভে, আমেরিকার রায়ান সেইলর, জামাইকার ইয়ান ফ্রে, ইংল্যান্ডের রবার্ট টেইলর, আমেরিকার এডিসন আজকোনা, ইকুয়েডরের লিওনার্দো ক্যাম্পানা ও হাইতির বর্গেলিন। উল্লেখ্য, বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেই পিএসজি থেকে এবার মিয়ামিতে যোগ দিতে চলেছেন ফুটবলের এই মহাতারকা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi New Club: জল্পনা শেষ, নতুন ক্লাব মেসির! ছাড়ছেন ইউরোপ, বিরাট চমক দিয়ে যাচ্ছেন কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল