Shahid Afridi: ভারতের পক্ষ নেওয়ায় বাংলাদেশকে আক্রমণ পাকিস্তানের আফ্রিদির! মিলল যোগ্য জবাব
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
করাচি: ভারতের পক্ষে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রাক্তন পাকিস্তান অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। অবশ্য তার কথার যুক্তি খুঁজে পাওয়া যায় না কখনই। আফ্রিদির এমন মন্তব্যের জবাব অবশ্যই দেওয়ার প্রয়োজন মনে করেনি বাংলাদেশ। এশিয়া কাপ ইস্যুতে বাংলাদেশকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ম্যাচ হলে বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে রাজি নন, এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ক্ষোভ ঝেড়েছেন তিনি। ভারত পাকিস্তানে খেলতে যাবে না। তাই সেপ্টেম্বরে এশিয়া কাপটি যেন মাঠে গড়ায়, সেজন্য আয়োজক পাকিস্তান একটি হাইব্রিড মডেল প্রস্তাব করে। প্রস্তাবে বলা হয়, দুই ধাপে হবে এশিয়া কাপ। প্রথম ধাপ পাকিস্তানে, তবে ভারত তাদের ম্যাচ খেলবে আরব আমিরাতে।
advertisement
এরপর দ্বিতীয় ধাপের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। ভারত অবশ্য সে প্রস্তাবে সাড়া দেয়নি। বেঁকে বসেছে বাংলাদেশ আর শ্রীলঙ্কাও। সম্প্রতি বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটাররা এই গরমে আরব আমিরাতের মাটিতে খেলতে রাজি নন। বাংলাদেশের জন্য এমন আবহাওয়ায় খেলা সমস্যা হয়ে যাবে, তেমনটাই বলেছে বিসিবি। কিন্তু আফ্রিদি এটাকে অজুহাত মনে করছেন।
advertisement
advertisement
Shahid Afridi’s comments came after the Board of Control for Cricket in India (BCCI) refused to send its team to Pakistan for the 2023 Asia Cup
Read More: https://t.co/mzjw56dbsM#PakistanCricket #ShahidAfridi #AsiaCup2023 pic.twitter.com/of84Lphr0e
— Cricket Pakistan (@cricketpakcompk) June 6, 2023
advertisement
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে তিনি বলেন, পেশাদার ক্রিকেটাররা আবহাওয়া দেখে খেলে না। আমাদের সকাল দশটায় শারজাহতে ম্যাচ খেলতে হয়েছে। আমরা বাউন্ডারি লাইনে দাঁড়ালে ক্লান্ত হয়ে যেতাম। খুব গরম ছিল তখন। এটা থাকবেই। কিন্তু সেটা দিয়ে বোঝা যায়, আপনার ফিটনেস কোন লেভেলের।
যদি আপনি অজুহাত খুঁজতে যান, তবে এসব কথা বলবেন যে আরব আমিরাতে খুব গরম। আমার মনে হয় এটা কেবল অজুহাত’-চাঁছাছোলা মন্তব্য পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের। এর আগে আফ্রিদি বলেছিলেন পাকিস্তানের উচিত ভারতের বিশ্বকাপ খেলতে যাওয়া এবং সবার সামনে জিতে প্রমাণ করে দেওয়া তারাই সেরা। সেটাই নাকি দেওয়া যোগ্য জবাব হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 4:20 PM IST