আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি এমএলএস লিগে প্রথম দুই ম্যাচেই তিনটি গোল এবং একটি এসিস্ট করেন। তার দলে যোগ দিয়েছে বহুদিনের সতীর্থ সার্জিও বুস্কেটস। আটলান্টার বিরুদ্ধে জ্বলে উঠেছিল বুস্কেটস এবং মেসির মেলবন্ধন। ভেনেজুয়েলার ফরোয়ার্ড জোসেফ মার্টিনেজের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে মেসির। ক্রুজ আজুলের বিরুদ্ধে ম্যাচে দেখা গেছিল, মেসির খেলা দেখতে অসুবিধা হচ্ছিল, তিনি না বলাতেও বুঝে গেছেন জোসেফ।
advertisement
তিনি মেসির সামনের সিটটা নামিয়ে দিলে খুশি হয়ে যান মেসি। খেলার পিচে মেসি এবং ফিনল্যান্ড ফরোয়ার্ড রবার্ট টেলরের সঙ্গে ভালো মেলবন্ধন তৈরি হয়ে গেছে মেসির, টেলরের পাস থেকে মেসি এবং মেসির পাস থেকে টেলর গোল করেন আটলান্টার বিরুদ্ধে। তার নতুন গন্তব্যে বেশ খুশি আছেন লিও। প্রথম ম্যাচে ৫৩ মিনিটে মেসি নামেন এবং ৯৪ মিনিটে একটি দুর্দান্ত ফ্রি কিক গোল করে ম্যাচ জেতান তার নতুন দলকে।
তিনি সেই গোলটি উৎসর্গ করেন ইন্টার মায়ামির তরুণ ফুটবলার ইয়ান ফ্রেকে, কারণ তিনি এসিএল চোটের জন্য লম্বা সময় ধরে মাঠে নামতে পারবেন না। মেসি তার নতুন ক্লাবে আসার সঙ্গে সঙ্গেই তার সতীর্থদের একটি সুন্দর উপহার দিয়েছেন। প্রত্যেককে বিটস বাই ডক্টর ড্রে নামক একটি মূল্যবান হেডফোন উপহার দিয়েছেন।
প্রতিটি মডেল গোলাপী রঙের এবং তাতে ইন্টার মায়ামির লোগো দেওয়া। ইন্টার মায়ামির প্লেয়ার দেআন্দ্রে ইয়েডলিন ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে এই হেডফোন পরে এসেছিলেন। তাকে এটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মেসি গোটা দলকে এটা এনে দিয়েছে। আমি জানি না সে নিজেই কিনেছে কিনা কিন্তু তার প্রথম ম্যাচের জন্য সবাইকে এই হেডফোন উপহার দিয়েছেন।
