TRENDING:

Lionel Messi: বল পায়ে সুয়ারেজকে নাচিয়ে ছাড়লেন মুম্বইয়ের মহিলা ফুটবলাররা! অবাক মেসি! ভিডিও দেখলে চমকে যাবেন

Last Updated:

Lionel Messi: মুম্বইয়ের ইভেন্টের একটি ভিডিও ইতিমধ্য়েই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যেখানে মেসির সফরসঙ্গী ও প্রিয় বন্ধু লুইজ সুয়ারেজকে বল পায়ে ঘোল খাইয়ে ছেড়ে দিলেন মুম্বইয়ের মহিলা ফুটবলাররা।Lionel Messi: মুম্বইয়ের ইভেন্টের একটি ভিডিও ইতিমধ্য়েই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যেখানে মেসির সফরসঙ্গী ও প্রিয় বন্ধু লুইজ সুয়ারেজকে বল পায়ে ঘোল খাইয়ে ছেড়ে দিলেন মুম্বইয়ের মহিলা ফুটবলাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ ও মুম্বইয়ে সাফল্যের সঙ্গে হয়েছে লিওনেল মেসির ভারত সফরের ইভেন্ট। তৈরি হয়েছে একের পর এক ঐতিহাসিক মুহূর্ত। যা দেখে মন খারাপ কলকাতার ক্রীড়া প্রেমিদের। কিন্তু দইয়ের স্বাদ ঘোলে মেটানো ছাড়া আর কোনও উপায় নেই বাংলার। মুম্বইয়ের ইভেন্টের একটি ভিডিও ইতিমধ্য়েই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যেখানে মেসির সফরসঙ্গী ও প্রিয় বন্ধু লুইজ সুয়ারেজকে বল পায়ে ঘোল খাইয়ে ছেড়ে দিলেন মুম্বইয়ের মহিলা ফুটবলাররা।
News18
News18
advertisement

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঘটে যায় এই মজার ও স্মরণীয় ঘটনা। সেখানে স্থানীয় মেয়েদের একটি ফুটবল দল মাঠে নেমে সুয়ারেজের সঙ্গে ওয়ান টাচ পাসিং ফুটবল খেলছিলেন। মহিলা ফুটবলাররা যে দক্ষতা দেখায় তা অবাক করে সকলকে। বল পাসিংয়ে তাদের গতি ও নিখুঁততা দেখে হতবাক হয়ে যান লিওনেল মেসির সতীর্থ লুইস সুয়ারেজ়। এমন সাবলীল পাসে তিনি বল ছোঁয়ারই সুযোগ পাচ্ছিলেন না।

advertisement

ঘটনার চূড়ান্ত মুহূর্ত আসে, যখন এক তরুণী ফুটবলার সুয়ারেজ়ের দু’পায়ের মাঝ দিয়ে বল পাস করেন। পুরো বোকা বনে যান উরুগুয়ের প্রাক্তন তারকা স্ট্রাইকার। পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেওয়ায় অবাক হয়ে তাকিয়ে থাকেন সুয়ারেজ়, মুখে ফুটে ওঠে বিস্ময়। পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে হাসি চাপতে পারেননি মেসিও। সেই মুহূর্তের ভিডিওই পরে প্রকাশ্যে আসে। যা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়।

advertisement

আরও পড়ুনঃ Lionel Messi Tour Update: হাত মেলাতে ১ কোটি, ভারত সফরের শেষ ধাপে আজ দিল্লিতে মেসি! কার কার সঙ্গে সাক্ষাৎ?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

মহিলা ফুটবলারদের স্কিল মন জিতে নেয় সকলের। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘_আক্কুভেই_’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিশ্বমানের তারকা ফুটবলারের সামনে যেভাবে স্কিল দেখিয়েছে ভারতের মেয়ের তার প্রশংসা করেছেন সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: বল পায়ে সুয়ারেজকে নাচিয়ে ছাড়লেন মুম্বইয়ের মহিলা ফুটবলাররা! অবাক মেসি! ভিডিও দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল