ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঘটে যায় এই মজার ও স্মরণীয় ঘটনা। সেখানে স্থানীয় মেয়েদের একটি ফুটবল দল মাঠে নেমে সুয়ারেজের সঙ্গে ওয়ান টাচ পাসিং ফুটবল খেলছিলেন। মহিলা ফুটবলাররা যে দক্ষতা দেখায় তা অবাক করে সকলকে। বল পাসিংয়ে তাদের গতি ও নিখুঁততা দেখে হতবাক হয়ে যান লিওনেল মেসির সতীর্থ লুইস সুয়ারেজ়। এমন সাবলীল পাসে তিনি বল ছোঁয়ারই সুযোগ পাচ্ছিলেন না।
advertisement
ঘটনার চূড়ান্ত মুহূর্ত আসে, যখন এক তরুণী ফুটবলার সুয়ারেজ়ের দু’পায়ের মাঝ দিয়ে বল পাস করেন। পুরো বোকা বনে যান উরুগুয়ের প্রাক্তন তারকা স্ট্রাইকার। পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেওয়ায় অবাক হয়ে তাকিয়ে থাকেন সুয়ারেজ়, মুখে ফুটে ওঠে বিস্ময়। পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে হাসি চাপতে পারেননি মেসিও। সেই মুহূর্তের ভিডিওই পরে প্রকাশ্যে আসে। যা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়।
মহিলা ফুটবলারদের স্কিল মন জিতে নেয় সকলের। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘_আক্কুভেই_’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিশ্বমানের তারকা ফুটবলারের সামনে যেভাবে স্কিল দেখিয়েছে ভারতের মেয়ের তার প্রশংসা করেছেন সকলেই।
