ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিক এখন থেকে শুধু টেস্ট ক্রিকেটে খেলবেন। ২০২২ সালে তিনি টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
আরও পড়ুন- ব্যাটে বলে দুরন্ত কিউইরা, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড
উল্লেখ্য, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই খারাপ পারফর্ম করেছিলেন তিনি। তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়েও গুঞ্জন চলছিল। এর মধ্যেই বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।
advertisement
২০২২ সালে টি-টোয়েন্টিকেও বিদায় বলে দিয়েছিলেন। এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন। মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা করে লিখেছেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।’
প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিক গত ১৯ বছরে খেলেছেন ২৭৪টি ম্যাচ। ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটিতে ৩৬.৪২ গড়ে করেছেন মোট ৭৭৯৫ রান, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি।
আরও পড়ুন- বিরাট কোহলির সঙ্গে প্রেম! এখন বিয়েটাই গেল ভেঙে! সুন্দরী নায়িকার ভেঙেছে মন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ ফর্ম ও দলের ভরাডুবির দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য।’
চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরেছিলেন মুশফিক। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক। এর পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েন।