Champions Trophy Semi Final Update: ব্যাটে বলে দুরন্ত কিউইরা, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড

Last Updated:

লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড৷ শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রাচিন রবীন্দ্র৷

দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে জায়গা পাকা করে নিল মেগা ফাইনালে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৬২ করে নিউজিল্যান্ড। জোড়া সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন।
দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে জায়গা পাকা করে নিল মেগা ফাইনালে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৬২ করে নিউজিল্যান্ড। জোড়া সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন।
আগামী রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড৷ দ্বিতীয় সেমি ফাইনালে লাহোরে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে ফাইনালে খেলার ছাড়পত্র পেলেন রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনাররা৷ প্রথমে ব্যাট করে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের দুরন্ত শতরানে ভর করে ৫০ ওভারে ৩৬২ রান করে কিউইরা৷ রান তাড়া করতে নেমে টেন্ডা বাভুমা, ভ্যান ডার ডুসেনরা মরিয়া চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনার৷ শেষ দিকে অবশ্য জ্বলে ওঠেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার৷ ৬৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি৷ যদিও উল্টো দিকে মিলারকে সাহায্য করার মতো কেউ ছিলেন না৷ শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১২ রান তোলে দক্ষিণ আফ্রিকা৷
ফলে ফাইনালে রোহিত-বিরাট-শামিদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত নিউজিল্যান্ডের ক্রিকেটাররা৷ অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চোকার্স তকমা ঘোচাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা৷
লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড৷ শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রাচিন রবীন্দ্র৷ তিন নম্বরে নেমে তাঁর সঙ্গে মিলে দেড়শো রানের জুটি গড়েন অভিজ্ঞ কেন উইলিয়ামসন৷ ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র৷ ৯৪ বলে ১০২ রান করেন কেন উইলিয়ামসন৷ শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের রান সাড়ে তিনশো পার করে দেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস৷ নিউজিল্যান্ড ৭ উইকেটে ৩৬২ তোলার পর সেখানেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়৷
advertisement
advertisement
ব্যাট করতে নেমে দ্রুত ফিরে যান দক্ষিণ আফ্রিকার ওপেনার রিকেলটন৷ অধিনায়ক টেন্ডা বাভুমা অর্ধশতরান করলেও প্রয়োজন অনুযায়ী দ্রুত রান করতে ব্যর্থ তিনি৷ দক্ষিণ আফ্রিকাকে কিছুটা আশা দেখিয়েছিলেন ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্করাম৷ কিন্তু ৬৯ রানে ডুসেনকে ফেরান স্যান্টনার৷ প্রোটিয়া অধিনায়ক বাভুমা এবং আর এক বিপজ্জনক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনকেও ফেরান স্যান্টনার৷ মার্করামের উইকেট তুলে নেন রাচিন রবীন্দ্র৷ ওখানেই দক্ষিণ আফ্রিকার আশা কার্যত শেষ হয়ে যায়৷ বাকিটা ছিল নিয়মরক্ষার লড়াই৷
advertisement
২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে অল্পের জন্য বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল কিউইদের৷ ফের একবার কোনও আইসিসি টুর্নামেন্টে সেরা হওয়ার সুযোগ উইলিয়ামসনদের সামনে৷ কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে ভারতও৷ ফলে দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির জমজমাট ফাইনাল দেখার আশায় এখন ক্রিকেটপ্রেমীরা৷ কয়েকদিন আগেই অবশ্য গ্রুপ পর্যায়ের ম্যাচে এই নিউজিল্যান্ডকে সহজেই হারিয়েছিল ভারত৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Champions Trophy Semi Final Update: ব্যাটে বলে দুরন্ত কিউইরা, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement