Champions Trophy Semi Final Update: ব্যাটে বলে দুরন্ত কিউইরা, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড

Last Updated:

লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড৷ শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রাচিন রবীন্দ্র৷

দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে জায়গা পাকা করে নিল মেগা ফাইনালে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৬২ করে নিউজিল্যান্ড। জোড়া সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন।
দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে জায়গা পাকা করে নিল মেগা ফাইনালে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৬২ করে নিউজিল্যান্ড। জোড়া সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন।
আগামী রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড৷ দ্বিতীয় সেমি ফাইনালে লাহোরে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে ফাইনালে খেলার ছাড়পত্র পেলেন রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনাররা৷ প্রথমে ব্যাট করে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের দুরন্ত শতরানে ভর করে ৫০ ওভারে ৩৬২ রান করে কিউইরা৷ রান তাড়া করতে নেমে টেন্ডা বাভুমা, ভ্যান ডার ডুসেনরা মরিয়া চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনার৷ শেষ দিকে অবশ্য জ্বলে ওঠেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার৷ ৬৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি৷ যদিও উল্টো দিকে মিলারকে সাহায্য করার মতো কেউ ছিলেন না৷ শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১২ রান তোলে দক্ষিণ আফ্রিকা৷
ফলে ফাইনালে রোহিত-বিরাট-শামিদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত নিউজিল্যান্ডের ক্রিকেটাররা৷ অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চোকার্স তকমা ঘোচাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা৷
লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড৷ শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রাচিন রবীন্দ্র৷ তিন নম্বরে নেমে তাঁর সঙ্গে মিলে দেড়শো রানের জুটি গড়েন অভিজ্ঞ কেন উইলিয়ামসন৷ ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র৷ ৯৪ বলে ১০২ রান করেন কেন উইলিয়ামসন৷ শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের রান সাড়ে তিনশো পার করে দেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস৷ নিউজিল্যান্ড ৭ উইকেটে ৩৬২ তোলার পর সেখানেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়৷
advertisement
advertisement
ব্যাট করতে নেমে দ্রুত ফিরে যান দক্ষিণ আফ্রিকার ওপেনার রিকেলটন৷ অধিনায়ক টেন্ডা বাভুমা অর্ধশতরান করলেও প্রয়োজন অনুযায়ী দ্রুত রান করতে ব্যর্থ তিনি৷ দক্ষিণ আফ্রিকাকে কিছুটা আশা দেখিয়েছিলেন ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্করাম৷ কিন্তু ৬৯ রানে ডুসেনকে ফেরান স্যান্টনার৷ প্রোটিয়া অধিনায়ক বাভুমা এবং আর এক বিপজ্জনক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনকেও ফেরান স্যান্টনার৷ মার্করামের উইকেট তুলে নেন রাচিন রবীন্দ্র৷ ওখানেই দক্ষিণ আফ্রিকার আশা কার্যত শেষ হয়ে যায়৷ বাকিটা ছিল নিয়মরক্ষার লড়াই৷
advertisement
২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে অল্পের জন্য বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল কিউইদের৷ ফের একবার কোনও আইসিসি টুর্নামেন্টে সেরা হওয়ার সুযোগ উইলিয়ামসনদের সামনে৷ কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে ভারতও৷ ফলে দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির জমজমাট ফাইনাল দেখার আশায় এখন ক্রিকেটপ্রেমীরা৷ কয়েকদিন আগেই অবশ্য গ্রুপ পর্যায়ের ম্যাচে এই নিউজিল্যান্ডকে সহজেই হারিয়েছিল ভারত৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Champions Trophy Semi Final Update: ব্যাটে বলে দুরন্ত কিউইরা, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement