আরও পড়ুন: সচিনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
“দেখুন, ও সবসময়ই ক্লাসি। ওর ব্যাটিং দেখতে সবসময়ই দারুণ লাগে। ওর কাছে সব কিছু আছে—ওর টেকনিক আছে, ওর মানসিকতা আছে, আর ওর শটের পরিসরও আছে,” Gavaskar Star Sports-এ বলেন।
গাভাস্কার আরও বলেন, “ও সংকটের মানুষ, ঠিক যেমন Karnataka-র আরেকজন Rahul, Rahul Dravid। যখনই সমস্যা আসে, ওর ওপর ভরসা করা যায়। আপনি নিশ্চিন্তে শ্বাস নিতে পারেন, জানেন ও সামলে নেবে।”
advertisement
আরও পড়ুন: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! নীচে নামিয়ে দিলেন সতীর্থকেই
গাভাস্কারের মতে রাহুল বিভিন্ন ব্যাটিং পজিশনে ভারতের হয়ে চাপের পরিস্থিতি ভালভাবে সামলেছেন। “ওপেনিং হোক বা মিডল অর্ডারে—চার, পাঁচ বা ছয় নম্বরে—আপনি দেখেছেন কীভাবে ও সেই চাপের পরিস্থিতি সামলেছে এবং দলকে টেনে নিয়ে গেছে। এবার ও অন্তত ৪০–৫০ রান বেশি দিয়েছে, যা অন্যথায় হত না”। তাঁর মতে, “যদি ও আগেই আউট হয়ে যেত, আমার মনে হয় না ভারত ২৪০–২৫০ রানও করতে পারত। ওই বাড়তি ৪০ রানই হয়তো জয়ের ও হারের মধ্যে পার্থক্য গড়ে দেয়”।
