TRENDING:

Lata Mangeshkar Demise: লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে ডুবে ক্রিকেট দুনিয়া, বিরাট থেকে জয় শাহ সকলেই করলেন ট্যুইট

Last Updated:

সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকে মূহ্যমান গোটা ক্রিকেট দুনিয়া৷ ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ থাকলে তিনি কখনও তা দেখতে ভুলতেন না৷ তাঁর মৃত্যুতে (Lata Mangeshkar death) ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁকে ট্যুইট বার্তায় শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  ভারত রত্ন লতা মঙ্গেশকর  (Lata Mangeshkar Death) ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ একদিন আগেই তাঁর শরীর বেশ খানিকটা ঠিক হয়েছে খবর পেয়ে খুশি হয়েছিল লতা মঙ্গেশকরের সব ফ্যানরা৷ কিন্তু সেই আনন্দ দীর্ঘ সময় স্থায়ী হল না৷ কোকিলকণ্ঠী নশ্বর দেহ ছেড়ে পরমাত্মায় বিলীন হয়ে গেলেন৷ লতা মঙ্গেশকর নিজেও ক্রিকেটের দারুণ ভক্ত ছিলেন এ খবর কারোর অজানা নয়, তাই সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকে মূহ্যমান গোটা ক্রিকেট দুনিয়া৷ ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ থাকলে তিনি কখনও তা দেখতে ভুলতেন না৷ তাঁর মৃত্যুতে (Lata Mangeshkar death)  ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli ) তাঁকে ট্যুইট বার্তায় শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন৷
Lata Mangeshkar demise: virat kohli, gautam gambhir, harbhajan singh, jay shah
Lata Mangeshkar demise: virat kohli, gautam gambhir, harbhajan singh, jay shah
advertisement

বিরাট কোহলি নিজের শোকবার্তায় লিখেছেন, ‘‘ লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mangeshkar Demise) গভীরভাবে শোকাহত৷ তাঁর মধুর সঙ্গীত ক্ষ লক্ষ মানুষকে ছুঁয়েছে৷ আপনার সমস্ত সঙ্গীত ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ৷ পরিবারের মানুষের জন্য আমার গভীর সমবেদনা৷ ’’

আরও পড়ুন - U19 World Cup জয়ী দলের সদস্যদের ৪০ লক্ষ টাকা করে দেবে BCCI, ঘোষণা Sourav-র

advertisement

লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mangeshkar Demise) দেখে নিন বিরাট কোহলির সেই ট্যুইট

লতা মঙ্গেশকরের মৃত্যুতে (Lata Mangeshkar death) হরভজন সিংও দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন৷ প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘‘

তিনি লিখেছেন, ‘‘লতাজী-র প্রয়াণের বিষয়ে শুনে খুব দুঃখ হয়েছে৷ আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে৷ কোটি কোটি প্রণাম৷৷

লতামঙ্গেশকরজী -র প্রয়াণে (Lata Mangeshkar Death) শোকস্তব্ধ গৌতম গম্ভীর৷ তিনি লিখেছেন, ‘‘লেজেন্ডস অনন্তকাল বেঁচে থাকেন৷ কেউ ওঁনার মতো কখনই হবে না৷’’

advertisement

গৌতম গম্ভীরের ট্যুইট

এদিকে বিসিসিআইয়ের সচিব জয় শাহও সুর সম্রাজ্ঞীর প্রয়াণে (Lata Mangeshkar Demise)  শোকস্তব্ধ৷ তিনিও নিজের ট্যুইটবার্তায় জানিয়েছেন, ‘‘লতা দিদি নিজের সুরেলা আওয়াজে সকলকে প্রভাবিত করেছেন৷ তিনি বিভিন্নরকমের ভাবনা নিয়ে আসতে পারেন৷ তাঁর এমনই শক্তি৷ তাঁর ক্রিকেটে গভীর আকর্ষণ ছিল৷ তিনি নিজের মতো করে ক্রিকেটে যোগদান দিয়েছেন৷ উনি আর আমাদের মধ্যে নেই এই খবর হৃদয় ভেঙে দেয়৷ এটা একটা অপূরণীয় ক্ষতি৷’’

আরও পড়ুন- U19 World Cup Final: ভারতের দুই পেসার লুটে নিলেন ৯ উইকেট! ‘রবি-রাজ’ অ্যান্টিগায়

জয় শাহের ট্যুইট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লতা মঙ্গেশকর ২৮ দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিছুদিন আগে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু হঠাৎ করেই দিন দুয়েক আগে তাঁর স্বাস্থ্য আবার খারাপ হয় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল৷ কিন্তু সব লড়াইকে ব্যর্থ করে দিয়ে ৯২ বছরের তা মঙ্গেশকর ৬ সেপ্টেম্বর প্রয়াত হলেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Lata Mangeshkar Demise: লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে ডুবে ক্রিকেট দুনিয়া, বিরাট থেকে জয় শাহ সকলেই করলেন ট্যুইট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল