বিরাট কোহলি নিজের শোকবার্তায় লিখেছেন, ‘‘ লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mangeshkar Demise) গভীরভাবে শোকাহত৷ তাঁর মধুর সঙ্গীত ক্ষ লক্ষ মানুষকে ছুঁয়েছে৷ আপনার সমস্ত সঙ্গীত ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ৷ পরিবারের মানুষের জন্য আমার গভীর সমবেদনা৷ ’’
আরও পড়ুন - U19 World Cup জয়ী দলের সদস্যদের ৪০ লক্ষ টাকা করে দেবে BCCI, ঘোষণা Sourav-র
advertisement
লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mangeshkar Demise) দেখে নিন বিরাট কোহলির সেই ট্যুইট
লতা মঙ্গেশকরের মৃত্যুতে (Lata Mangeshkar death) হরভজন সিংও দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন৷ প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘‘
তিনি লিখেছেন, ‘‘লতাজী-র প্রয়াণের বিষয়ে শুনে খুব দুঃখ হয়েছে৷ আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে৷ কোটি কোটি প্রণাম৷৷
লতামঙ্গেশকরজী -র প্রয়াণে (Lata Mangeshkar Death) শোকস্তব্ধ গৌতম গম্ভীর৷ তিনি লিখেছেন, ‘‘লেজেন্ডস অনন্তকাল বেঁচে থাকেন৷ কেউ ওঁনার মতো কখনই হবে না৷’’
গৌতম গম্ভীরের ট্যুইট
এদিকে বিসিসিআইয়ের সচিব জয় শাহও সুর সম্রাজ্ঞীর প্রয়াণে (Lata Mangeshkar Demise) শোকস্তব্ধ৷ তিনিও নিজের ট্যুইটবার্তায় জানিয়েছেন, ‘‘লতা দিদি নিজের সুরেলা আওয়াজে সকলকে প্রভাবিত করেছেন৷ তিনি বিভিন্নরকমের ভাবনা নিয়ে আসতে পারেন৷ তাঁর এমনই শক্তি৷ তাঁর ক্রিকেটে গভীর আকর্ষণ ছিল৷ তিনি নিজের মতো করে ক্রিকেটে যোগদান দিয়েছেন৷ উনি আর আমাদের মধ্যে নেই এই খবর হৃদয় ভেঙে দেয়৷ এটা একটা অপূরণীয় ক্ষতি৷’’
আরও পড়ুন- U19 World Cup Final: ভারতের দুই পেসার লুটে নিলেন ৯ উইকেট! ‘রবি-রাজ’ অ্যান্টিগায়
জয় শাহের ট্যুইট
লতা মঙ্গেশকর ২৮ দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিছুদিন আগে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু হঠাৎ করেই দিন দুয়েক আগে তাঁর স্বাস্থ্য আবার খারাপ হয় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল৷ কিন্তু সব লড়াইকে ব্যর্থ করে দিয়ে ৯২ বছরের তা মঙ্গেশকর ৬ সেপ্টেম্বর প্রয়াত হলেন৷