আরও পড়ুন - Taskin Ahmed, IPL : আইপিএলে পেসার তাসকিনকে দলে চান গম্ভীর! ছাড়তে রাজি নয় বাংলাদেশ বোর্ড
জানুয়ারির গোড়ায় ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ার পর তা আরও বলিষ্ঠ হয়। অল ইংল্যান্ডকে সামনে রেখে শুরু হয় নতুন পরিকল্পনা ও প্রস্তুতি। এই টুর্নামেন্টের গ্ল্যামারই যে আলাদা! গত ১২ বছর লক্ষ্য সেনকে অ্যাকাডেমিতে পরিকল্পনামাফিক তৈরি করেছেন বিমল কুমার। তিনি বলছেন লক্ষ্য শ্রোতা হিসেবে দারুণ। ওর সাফল্যের এটাও একটা কারণ। আমি আর প্রকাশ পাডুকোন শুধুমাত্র লক্ষ্যর জন্যই চেন্নাইয়ের অ্যাকাডেমিতে নিয়ে এসেছিলাম দক্ষিণ কোরিয়ান কোচ ইয়ং সুনকে।
advertisement
তাঁর অধীনে প্রায় ছয় সপ্তাহ নিবিড় অনুশীলন করেছিল লক্ষ্য। ওর নেট প্লে’র ক্ষেত্রে কিছুটা খামতি ছিল। র্যালির সময় নেটের কাছে দ্রুত পৌঁছতে পারছিল না। এই বিষয়টিতে বাড়তি জোর দিয়েছিলাম আমরা। ফল যে মিলেছে তা জার্মান ওপেনের ফাইনালে উঠেই প্রমাণ করে দেয় লক্ষ্য। তবে খেতাবি লড়াইয়ে থাইল্যান্ডের কুনলাভুট ভিদিতসার্নের বিরুদ্ধে স্নায়ুর নিয়ন্ত্রণ রাখতে না পারায় শেষমেস স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই ভুল থেকে ও শিক্ষা নিয়েছে।
অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোর্টে প্রচণ্ড শান্ত ও সংকল্পবদ্ধ লেগেছে ওকে। ফাইনালে ওঠার পথে মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে ওর মানসিক দৃঢ়তা ও সাহসিকতা মুগ্ধ করেছে। বিশ্বের সাত নম্বরের বিরুদ্ধেও নার্ভাস হয়ে পড়েনি। জার্মান ওপেন এবং অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের মধ্যে খুব বেশি দিনের ব্যবধান ছিল না। তবু দু’টি প্রতিযোগিতার ফাইনালে ওঠার পথে লক্ষ্যকে কখনওই ক্লান্ত মনে হয়নি।
প্রকাশ পাড়ুকোন নিজেও লক্ষ্য সেনকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্য হিসেবেই মনে করেন। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি সকলেই লক্ষ্য সেনের প্রশংসায় পঞ্চমুখ। প্রকাশ পাড়ুকোন মনে করেন প্যারিস অলিম্পিকের কথা ভেবে এরপর প্রস্তুতি শুরু করা উচিত লক্ষ্য সেনের।