TRENDING:

Lakshya Sen, German Open : লক্ষ্যপূরণ হল না লক্ষ্য সেনের, জার্মান ওপেনের ফাইনালে হারলেন স্ট্রেট সেটে

Last Updated:

Lakshya Sen loses to Kunlavut Vitidsarn of Thailand in the final of German open 2022. লক্ষ্যপূরণ হল না লক্ষ্য সেনের, জার্মান ওপেনের ফাইনালে হারলেন স্ট্রেট সেটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্লিন: লক্ষ্যপুরন হলো না লক্ষ্য সেনের। জার্মান ওপেনের ফাইনালে থাইল্যান্ডের কুনালভুট ভিতিদসার্নের কাছে স্ট্রেট গেমে হেরে গেলেন লক্ষ্য। এক ঘন্টার কিছু বেশি সময়ের ফাইনাল ম্যাচের খেলার ফল ১৮-২১,১৫-২১।  নিজের সেরাটা দিলেও ভিতিদসার্নের দক্ষতা ও নৈপুণ্যতার কাছে হার মানতে হলো তাকে। সেমিফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর এক্সেলসেনকে হারিয়ে দেশবাসীকে স্বপ্ন দেখালেও, রূপো নিয়েই দেশে ফিরতে হচ্ছে ২০ বছর বয়সী লক্ষ্য সেনকে।
জার্মান ওপেনের ফাইনালে হেরে গেল লক্ষ্য সেন
জার্মান ওপেনের ফাইনালে হেরে গেল লক্ষ্য সেন
advertisement

আরও পড়ুন - Anil Kumble son, wildlife photographer : দুর্ধর্ষ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার! চিনে নিন অনিল কুম্বলের ছেলে মায়াসকে

ভিতিদসার্ন সিনিয়র ক্যাটাগরিতে প্রথম বিডাব্লুএফ টাইটেল জিতলেন। ফাইনালে অভিজ্ঞ ভিতিদসার্নের কাছে প্রথম থেকেই পিছিয়ে ছিলেন। দুটি গেমে একবারের জন্যও লিড নিতে পারেননি লক্ষ্য সেন। ভিতিদসার্নের কাছে ফুটওয়ার্কে পেরে উঠছিলেন না লক্ষ্য। থাইল্যান্ডের শাটলারের তুলনায় তার নরাচড়া অনেকটা মন্থর ছিল।

advertisement

লক্ষ্যের রিটার্ন স্ট্রাইক বারবার নয় জালে লাগছিল নয় পড়ে যাচ্ছিল। তার পায়ে ফোস্কা পড়ার কারণেও ফাইনালে প্রভাব পড়ে। ম্যাচের শুরুতেই ২-০ এগিয়ে যান ভিতিদসার্ন।  এরপর ৪-৪ হয়। এরপর ৯-৫ এ এগিয়ে যান ভিতিদসার্ন। এরপর ব্যবধান বেড়ে ৮-১৩ হয়। লক্ষ্য মাঝেমধ্যেই জ্বলে উঠলেও কোনো সময়েই ভিতিদসার্নকে সমস্যায় ফেলতে পারেনি।

এরপর ১২-১৫, ১৮-১৯, ২০-১৮ ও শেষে ২১-১৮ পয়েন্টে প্রথম গেম জেতেন থাইল্যান্ডের শাটলার। দ্বিতীয় গেমের প্রথমেই ৩-০ লিড নিয়ে নেন লক্ষ্যের প্রতিপক্ষ। লক্ষ্যের লড়াইয়ের পরও ব্যবধান বেড়ে ৭-২ হয়। পায়ের ফোস্কার যন্ত্রনার কারণে নড়াচরায় ব্যাপক প্রভাব ফেললেও লড়াই করতে থাকেন লক্ষ্য। ব্যবধান বেড়ে ১১-৫ হয়। লক্ষ্য তা কমিয়ে ১১-৮ করেন।

advertisement

advertisement

এই সময় দু পক্ষই একে অপরকে একেবারেই জমি ছাড়ছিলেন না। তবুও ভিতিদসার্ন ১২-৯ তে এগিয়ে যান। ব্যবধান কমে ১৬-১৪ হয়। তবে লড়াই চালিয়ে গেলেও ব্যবধান আর কমাতে পারেননি লক্ষ্য। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমে ২১-১৫ ব্যবধানে হার স্বীকার করতে হয় লক্ষ্যকে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

ভিতিদসার্নের দাপটের কাছে কার্যত মলীন দেখিয়েছে লক্ষ্যকে। ফাইনালে স্বপ্নপূরণ না হলেও জার্মান ওপেনে লক্ষ্য সেন অনেক লক্ষ্যই ভেদ করেছেন বলা চলে। বিশেষ করে অলিম্পিক চ্যাম্পিয়ন এক্সেলসেনকে হারানো তার কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে থেকে যাবে। তবে জার্মান ওপেনের অভিজ্ঞতা ও পারফরমেন্স তাকে আগামী সপ্তাহে অল ইংল্যান্ড ওপেনে তার সাফল্যের হাতিয়ার হবে তা বলাই চলে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lakshya Sen, German Open : লক্ষ্যপূরণ হল না লক্ষ্য সেনের, জার্মান ওপেনের ফাইনালে হারলেন স্ট্রেট সেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল