এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ ভেঙ্গসরকার দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ম্যাঞ্চেস্টার টেস্টে কুলদীপ যাদব ও বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং-কে একাদশে রাখা উচিত। বেঙ্গসরকারের মতে, ইংল্যান্ডের কন্ডিশনে আর্শদীপের সুইং এবং রিভার্স সুইং করার দক্ষতা ম্যাচ ঘোরাতে পারে। পাশাপাশি কুলদীপ যাদব স্পিন বিভাগে বৈচিত্র আনতে পারেন।
advertisement
বেঙ্গসরকার স্পষ্টভাবে বলেন, “আমি নীতীশ রেড্ডিকে বাদ দিতাম এবং সম্ভব হলে আরও একজনকে। সিরাজ ও বুমরাহকে অবশ্যই খেলানো উচিত। কুলদীপ সুন্দর-এর জায়গায় আসতে পারে।” তিনি আরও যোগ করেন, “টেস্ট জিততে হলে পাঁচজন বিশেষজ্ঞ বোলার লাগবেই। আংশিক বোলার দিয়ে টেস্ট জেতা সম্ভব নয়।”
নীতীশ রেড্ডি এই সিরিজে দু’টি ম্যাচে ৪৫ রান ও ৩ উইকেট পেয়েছেন। অন্যদিকে, কুলদীপ এখনও একটি ম্যাচও খেলেননি এবং আর্শদীপ অপেক্ষায় রয়েছেন তাঁর টেস্ট অভিষেকের। বেঙ্গসরকার বলেন, “আপনাকে অবশ্যই পাঁচজন বিশেষজ্ঞ বোলার খেলাতে হবে। কন্ডিশন সহায় হলে কুলদীপ যাদব দারুণ বিকল্প হতে পারে। বুমরাহ, সিরাজ ও আর্শদীপের সঙ্গে কুলদীপ থাকলে ভারতে একটা সঠিক কম্বিনেশন তৈরি হবে। এই বোলিং আক্রমণ ম্যাচ জেতাতে পারে, কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।”
বেঙ্গসরকার মনে করেন, বুমরাহ, সিরাজ, আরশদীপ ও কুলদীপকে নিয়ে ভারতে একটি ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ তৈরি হতে পারে। তবে তিনি স্পষ্টভাবে বলেন, “বোলারদের সঙ্গে ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে। তাহলেই টেস্ট জয় সম্ভব।”