প্রথম ইনিংসে ৩৫৩ রানের লিড পায় শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে স্টাম্প পর্যন্ত ৬ উইকেটে ১০২ রান করেছিল শ্রীলঙ্কা। ততক্ষণে মোট লিড পৌঁছে যায় ৪৫৫ রান। আর সেই সময়েই একটি মজার ঘটনা ঘটে।
আরও পড়ুন- বড় খবর, ইডেন গার্ডেন্সের হোম ম্যাচের সূচি বদল কেকেআরের, কবে কখন হবে এই ম্যাচ
advertisement
এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে। একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে সেই ম্যাচের। কখনও বাংলাদেশের তিনজন ক্রিকেটার মিলে ক্যাচ ফেলছেন। আবার কখনও বাউন্ডারি বাঁচানোর জন্য ছুটছেন পাঁছ জন ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। তাঁদের নিয়ে রীতিমতো ঠাট্টা করা হচ্ছে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ইনিংসের ২১তম ওভারে দেখা গেল অদ্ভুত এক ঘটনা। থার্ডম্যানের দিকে শট খেলেন প্রভাত জয়সূর্য। এর পর যা ঘটল তা হয়তো কেউ কল্পনাও করেননি।
জয়সূর্য থার্ডম্যানের দিকে শট খেলেন। বাংলাদেশের ৫ জন ফিল্ডার দৌড়ে যান বাউন্ডারি লাইনের দিকে। এমন কাণ্ড দেখে সবাই অবাক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডিও। লোকজন বাংলাদেশী খেলোয়াড়দের নিয়ে মজা করছে।
আরও পড়ুন- আইপিএলে ভাল খেললেও টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বিরাট কোহলি?কী জানালেন বিসিসিআই কর্তা
এর আগে ম্যাচের দ্বিতীয় দিনেও একটি মজার ঘটনা দেখা গিয়েছে। দ্বিতীয় দিনে ১২১ তম ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪১৯/৬। তখন বাংলাদেশি ক্রিকেটাররা একটি সহজ ক্যাচ ফেলেন। তিনজন ক্রিকেটার চেষ্টা করেও ক্যাচ ধরতে পারেননি। কাকতালীয়ভাবে ওই সময় প্রভাত জয়সূর্য ক্রিজে ছিলেন। খালিদ আহমেদের বল ড্রাইভ করার চেষ্টা করলেও সেটি ব্যাটের কানায় লেগে স্লিপে চলে যায়।
প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন নাজমুল শান্ত ক্যাচটি ধরতে পারেননি। এর পর বলটি তাঁর হাত ছুঁয়ে দ্বিতীয় স্লিপে শাহাদাত হোসেনের কাছে চলে যায়, তিনিও মিস করেন। এর পর তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের কাছে বল পৌঁছলে তিনিও ধরতে পারেননি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আর এবার বাংলাদেশ ক্রিকেটের ক্যাচ মিসের ঘটনা কলকাতা পুলিশের ফেসবুক পেজে। সাধারণ মানুষকে ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার টিপস দিতে কলকাতা পুলিশের পেজে এল সেই ভিডিও।