T20 World Cup 2024: আইপিএলে ভাল খেললেও টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বিরাট কোহলি? কী জানালেন বিসিসিআই কর্তা

Last Updated:
BCCI Official Big Comment On Virat Kohli Spot In ICC T20 World Cup Squad: আরসিবির আইপিএল ২০২৪-এর শুরুটা খুব একটা ভাল না হলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন বিরাট কোহলি। এর পরও কি মিলবে না টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ।
1/6
আরসিবির আইপিএল ২০২৪-এর শুরুটা খুব একটা ভাল না হলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন বিরাট কোহলি। মরশুমের প্রথম ৩টি ম্যাচের মধ্যেই দুটিতে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তাও আবার পরপর দুটি ম্যাচে।
আরসিবির আইপিএল ২০২৪-এর শুরুটা খুব একটা ভাল না হলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন বিরাট কোহলি। মরশুমের প্রথম ৩টি ম্যাচের মধ্যেই দুটিতে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তাও আবার পরপর দুটি ম্যাচে।
advertisement
2/6
দ্বিতীয় সন্তান হওয়ার কারণে ভারতীয় দল থেকে দীর্ঘ দিন বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি।  বিরতির পর মাঠে ফিরে সেই পুরনো ছন্দেই পাওয়া গিয়েছে কোহলিকে। যা দেখে খুশি বিরাট কোহলির ফ্যানেরা।
দ্বিতীয় সন্তান হওয়ার কারণে ভারতীয় দল থেকে দীর্ঘ দিন বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি। বিরতির পর মাঠে ফিরে সেই পুরনো ছন্দেই পাওয়া গিয়েছে কোহলিকে। যা দেখে খুশি বিরাট কোহলির ফ্যানেরা।
advertisement
3/6
তিন ম্যাচ খেলে ইতিমধ্যে ১৮১ রান করে ফেলেছেন কোহলি। যদিও তার স্ট্রাইক রেট ১৪১.৪০। যা নিয়ে প্রশ্নও তুলেছেন নেটিজেনদের একাংশ। এমকী বিরাট কোহলির স্লো ব্যাটিং করছে অভিযোগ তুলে তৈরি হয়েছে নানারকম মিম।
তিন ম্যাচ খেলে ইতিমধ্যে ১৮১ রান করে ফেলেছেন কোহলি। যদিও তার স্ট্রাইক রেট ১৪১.৪০। যা নিয়ে প্রশ্নও তুলেছেন নেটিজেনদের একাংশ। এমকী বিরাট কোহলির স্লো ব্যাটিং করছে অভিযোগ তুলে তৈরি হয়েছে নানারকম মিম।
advertisement
4/6
আইপিএল শুরুর আগে এই স্লো ব্যাটিংয়ের কারণেই বিরাট কোহলি আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ নাও পেতে পারেন বলে জল্পনা শোনা গিয়েছিল। তাতে বিসিসিআইয়ের নির্বাচকদের একাংশের সহমত ছিল বলেও জল্পনা ছিল।
আইপিএল শুরুর আগে এই স্লো ব্যাটিংয়ের কারণেই বিরাট কোহলি আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ নাও পেতে পারেন বলে জল্পনা শোনা গিয়েছিল। তাতে বিসিসিআইয়ের নির্বাচকদের একাংশের সহমত ছিল বলেও জল্পনা ছিল।
advertisement
5/6
বিরাট কোহলিক ছাড়াই ভারতীয় দল টি-২০ বিশ্বকাপে যাবে কিনা তার উত্তর তো ভবিষ্যত দেবে। কিন্তু আইপিলের মাঝেই বিরাট কোহলির টি-২০ বিশ্বকাপে খলা নিয়ে বড় মন্তব্য কর বসলেন এক বিসিসিআই কর্তা।
বিরাট কোহলিক ছাড়াই ভারতীয় দল টি-২০ বিশ্বকাপে যাবে কিনা তার উত্তর তো ভবিষ্যত দেবে। কিন্তু আইপিলের মাঝেই বিরাট কোহলির টি-২০ বিশ্বকাপে খলা নিয়ে বড় মন্তব্য কর বসলেন এক বিসিসিআই কর্তা।
advertisement
6/6
আইএএনএস-এর সঙ্গে কথা বলতে গিয় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছন,"এটা সবে প্রতিযোগিতার শুরু। বিরাট খুব ভাল খেলছে। আগামীতে ওপ স্ট্রাইকরেটেরও উন্নতি ঘটবে বলে মনে করি। আর বিসিসিআই নির্বাচক কোনও মিম দেখে দল গঠনের সিদ্ধান্ত নেয় না। আশা করি বিরাট টি-২০ বিশ্বকাপর দল জায়গা করে নেবে।"
আইএএনএস-এর সঙ্গে কথা বলতে গিয় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছন,"এটা সবে প্রতিযোগিতার শুরু। বিরাট খুব ভাল খেলছে। আগামীতে ওপ স্ট্রাইকরেটেরও উন্নতি ঘটবে বলে মনে করি। আর বিসিসিআই নির্বাচক কোনও মিম দেখে দল গঠনের সিদ্ধান্ত নেয় না। আশা করি বিরাট টি-২০ বিশ্বকাপর দল জায়গা করে নেবে।"
advertisement
advertisement
advertisement