TRENDING:

Ashwin Net Worth: মোট কত টাকার মালিক রবিচন্দ্রন অশ্বিন? রয়েছে কটি গাড়ি-বাড়ি? জানলে চমকে যাবেন

Last Updated:

Ravichandran Ashwin Net Worth: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মাত্র আট মাসের মধ্যেই আইপিএল থেকেও অবসরের ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ ভারতীয় অফ-স্পিনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসরের কথা জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মাত্র আট মাসের মধ্যেই আইপিএল থেকেও অবসরের ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ ভারতীয় অফ-স্পিনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসরের কথা জানান। অশ্বিন ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেন। এক দশক পরে, ৯.৭৫ কোটি টাকায় আবারও সুপার কিংসের সঙ্গে যুক্ত হয়ে আইপিএল ২০২৫-এ এই দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেন।
News18
News18
advertisement

আইপিএল থেকে কত আয় করেছেন অশ্বিন?

অশ্বিনকে আইপিএলের প্রথম আসর অর্থাৎ ২০০৮ সালে চেন্নাই সুপার কিংস ১২ লক্ষ টাকার বেস প্রাইসে সাইন করিয়েছিল। ২০১০ পর্যন্ত তিনি এই পারিশ্রমিকেই খেলেছিলেন। ২০১১ সালে তাঁর ফি বেড়ে হয় ৩ কোটি ৯১ লক্ষ টাকা। ২০১৩ পর্যন্ত একই পারিশ্রমিকে খেলেন অশ্বিন, এরপর ২০১৪ সালে চেন্নাই তাঁকে ৭.৫ কোটি টাকায় রিটেইন করে।

advertisement

২০১৫ সালে স্পট ফিক্সিংয়ের কারণে চেন্নাইয়ের ওপর নিষেধাজ্ঞা আসার পর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অশ্বিন নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টস-এ চলে যান। ২০১৬ এবং ২০১৭ সালে তাঁর পারিশ্রমিক ছিল ৭.৫ লাখ টাকা। ২০১৮ সালের নিলামে তাঁকে পঞ্জাব কিংস কিনে নেয়। পরের দুই মরসুম তিনি পঞ্জাবের হয়েই খেলেন। ২০২০ সালে একই মূল্যে তিনি দিল্লি ক্যাপিটালস-এর সঙ্গে যুক্ত হন, যেখানে তিনি অধিনায়কত্ব করেন।

advertisement

২০২২ সালের মেগা নিলামে তাঁর দল আবার বদলে যায় – এবার তিনি ৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালস-এর সঙ্গে যুক্ত হন এবং ২০২৪ পর্যন্ত দলের অংশ ছিলেন। ২০২৫-এর মেগা নিলামে অশ্বিন তাঁর আইপিএল কেরিয়ারের সবচেয়ে বেশি অর্থাৎ ৯.৭৫ কোটি টাকা পান।

আইপিএল থেকে প্রায় ১০০ কোটি টাকা আয়:

এইভাবে ২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএল থেকে অশ্বিন মোট ৯৭ কোটি ২৪ লক্ষ টাকা উপার্জন করেছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৫০ কোটি, যার মধ্যে রয়েছে তাঁর ক্রিকেট কেরিয়ার, বিসিসিআই কনট্রাক্ট, আইপিএল ফি, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং অন্যান্য আয়। তিনি প্রতি বছর আনুমানিক ৪.৫-৫ কোটি টাকা উপার্জন করেন।

advertisement

বিলাসবহুল জীবনযাপন:

অশ্বিন এক বিলাসবহুল জীবনযাপন করেন। ২০২১ সালে তিনি চেন্নাইয়ের একটি অভিজাত এলাকায় একটি বাড়ি কিনেছেন। যেখানে তিনি তাঁর স্ত্রী ও দুই কন্যার সঙ্গে থাকেন। তাঁর স্ত্রী প্রীতি অশ্বিন একজন সফল মা ও ব্যবসায়ী। যিনি নিজের হোম-অফিস থেকেই কাজ সামলান।

অশ্বিনের গাড়ির সংগ্রহ:

অশ্বিনের কাছে বহু দামী গাড়ি আছে। যার মধ্যে রয়েছে প্রায় ৬ কোটি টাকা মূল্যের একটি রোলস-রয়েস এবং আনুমানিক ৯৩ লাখ টাকা মূল্যের একটি অডি Q7।

advertisement

পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন অশ্বিন:

অশ্বিন ২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ের সময় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আইপিএল কেরিয়ারে তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস-এর হয়েও খেলেছেন।

আরও পড়ুনঃ ইতিহাসের সামনে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল! যেই রেকর্ড কারও নেই, তাই করার সুযোগ

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন:

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই ৩৮ বছর বয়সী খেলোয়াড় গত বছরের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরের সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তিনি অনিল কুম্বলে (৬১৯ উইকেট)-এর পর টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, যাঁর ঝুলিতে রয়েছে ৫৩৭ উইকেট।

বাংলা খবর/ খবর/খেলা/
Ashwin Net Worth: মোট কত টাকার মালিক রবিচন্দ্রন অশ্বিন? রয়েছে কটি গাড়ি-বাড়ি? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল