নর্থাম্পটনের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিনেই রাহুল ১৫১ বলে ১৩টি চার ও একটি ছক্কার সাহায্যে তার প্রথম শ্রেণির কেরিয়ারের ১৯তম সেঞ্চুরি পূর্ণ করেন। কেএল রাহুলের সঙ্গে ইনিংস শুরপ করেছিলেন যশস্বী জয়সওয়াল। যদিও বিতর্কিতভাবে এলবিডব্লিউ আউট হয়ে ১৭ রান করে ফেরেন জয়সওয়াল। ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে হয় তাকে, যা নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
advertisement
জয়সওয়াল আউট হওয়ার পর রাহুল একপ্রান্তে দাঁড়িয়ে যান এবং চতুর্থ উইকেটে করুণ নায়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন। অন্যদিকে, উইকেটরক্ষক ধ্রুব জুরেলও দেখিয়েছেন ব্যাটিংয়ে দৃঢ়তা। ৬৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ওপেনিং থেকে তিন নম্বরে নেমে ব্যর্থ হন। মাত্র ১১ রানে বোল্ড হন ক্রিস ওকসের বলে।
এই ম্যাচে সরফরাজ খানের পরিবর্তে সুযোগ পান কেএল রাহুল এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডের মাটিতে নিজের ফর্ম ও দক্ষতার প্রমাণ দেন। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার পর আন্তর্জাতিক মঞ্চেও তিনি নিজেকে মেলে ধরেছেন। ভারতীয় এ দলের হয়ে যেভাবে ঠান্ডা মাথায় নিজের ইনিংস গড়েছেন রাহুল তা সত্যিই প্রশংসনীয়। বেশ কিছু ক্লাসিক কেএল রাহুল ট্রেড মার্ক শটও খেলেন তিনি।
আরও পড়ুনঃ Virat Kohli: ‘বিরাট কোহলি টেস্ট অবসর ভেঙে ফিরতে পারেন! যদি ইংল্যান্ডে টিম ইন্ডিয়া…’, বড় মন্তব্য!
রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর, যশস্বীর সঙ্গে ওপেনিংয়ে কে থাকবেন, তা নিয়ে জোর বিতর্ক চলছিল। এই পরিস্থিতিতে রাহুলের এই ইনিংস নির্বাচকদের চিন্তা অনেকটাই কমাবে। ২০ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে রাহুলের এই ফর্ম ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।