TRENDING:

সিরিজের মাঝেই দলে বদল, ভারতীয় দলে সুযোগ পেলেন আরও এক গম্ভীর ঘনিষ্ঠ প্লেয়ার!

Last Updated:

Ayush Badoni Receives Maiden Call Up For Indian Cricket Team: সিরিজের ভারতীয় দলে সুযোগ পেলেন তারকা। স্বপ্নপূরণ হল আইপিএল কাঁপানো ব্যাটারের। নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন দিল্লির অলরাউন্ডার আয়ুষ বাদোনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিরিজের ভারতীয় দলে সুযোগ পেলেন তারকা। স্বপ্নপূরণ হল আইপিএল কাঁপানো ব্যাটারের। নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন দিল্লির অলরাউন্ডার আয়ুষ বাদোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়াশিংটন সুন্দর চোটের কারণে ছিটকে যাওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে। বিসিসিআই ১২ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করে জানায়, নির্বাচক কমিটি অজিত আগরকরের নেতৃত্বে প্রথমবারের মতো বদোনিকে জাতীয় দলে সুযোগ দিয়েছে। দ্বিতীয় ওয়ানডে থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত হবেন।
News18
News18
advertisement

ভদোদরায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং ও দৌড়ানোর সময় অস্বস্তিতে দেখা যায় ওয়াশিংটন সুন্দরকে। পরে জানা যায়, তাঁর বাঁ দিকের নীচের পাঁজরে চোট লেগেছে। বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী, বোলিং করার সময় হঠাৎ ব্যথা অনুভব করেন সুন্দর। পরবর্তী স্ক্যান ও মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

advertisement

আয়ুষ বাদোনি মূলত গৌতম গম্ভীরের আস্থাভাজন ক্রিকেটার হিসেবে পরিচিত। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় গম্ভীরের ঘনিষ্ঠ ছিলেন তিনি। মেন্টর হিসেবে গম্ভীর আয়ুষের ব্যাটিং দক্ষতায় মুগ্ধ ছিলেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে সুযোগ দিয়েছিলেন। নিচের দিকে নেমে একাধিক ম্যাচে কার্যকর ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাদোনি।

advertisement

ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলা আয়ুষ বদোনির লিস্ট-এ পরিসংখ্যানও যথেষ্ট নজরকাড়া। এখন পর্যন্ত ২৭টি লিস্ট-এ ম্যাচে তিনি ৬৯৩ রান করেছেন, গড় ৩৬.৪৭। তাঁর নামের পাশে রয়েছে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান। পাশাপাশি অফ-স্পিন বোলার হিসেবে ১৮টি উইকেট নিয়ে তিনি নিজেকে কার্যকর অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন তিনি।

আরও পড়ুনঃ IND vs NZ: একের পর এক ৩ তারকার চোট! টি-২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল ভারতের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লোকাল, এক্সপ্রেস...দিনের পর দিন দেরিতে ট্রেন! বিপাকে পূর্ব মেদিনীপুরের যাত্রীরা
আরও দেখুন

এক ঝলকে দেখে নিন শেষ দুটি ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আয়ুষ বদোনি।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সিরিজের মাঝেই দলে বদল, ভারতীয় দলে সুযোগ পেলেন আরও এক গম্ভীর ঘনিষ্ঠ প্লেয়ার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল