ভদোদরায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং ও দৌড়ানোর সময় অস্বস্তিতে দেখা যায় ওয়াশিংটন সুন্দরকে। পরে জানা যায়, তাঁর বাঁ দিকের নীচের পাঁজরে চোট লেগেছে। বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী, বোলিং করার সময় হঠাৎ ব্যথা অনুভব করেন সুন্দর। পরবর্তী স্ক্যান ও মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
আয়ুষ বাদোনি মূলত গৌতম গম্ভীরের আস্থাভাজন ক্রিকেটার হিসেবে পরিচিত। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় গম্ভীরের ঘনিষ্ঠ ছিলেন তিনি। মেন্টর হিসেবে গম্ভীর আয়ুষের ব্যাটিং দক্ষতায় মুগ্ধ ছিলেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে সুযোগ দিয়েছিলেন। নিচের দিকে নেমে একাধিক ম্যাচে কার্যকর ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাদোনি।
ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলা আয়ুষ বদোনির লিস্ট-এ পরিসংখ্যানও যথেষ্ট নজরকাড়া। এখন পর্যন্ত ২৭টি লিস্ট-এ ম্যাচে তিনি ৬৯৩ রান করেছেন, গড় ৩৬.৪৭। তাঁর নামের পাশে রয়েছে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান। পাশাপাশি অফ-স্পিন বোলার হিসেবে ১৮টি উইকেট নিয়ে তিনি নিজেকে কার্যকর অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন তিনি।
আরও পড়ুনঃ IND vs NZ: একের পর এক ৩ তারকার চোট! টি-২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল ভারতের
এক ঝলকে দেখে নিন শেষ দুটি ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আয়ুষ বদোনি।
