গত দশটি টেস্ট ইনিংসে লোকেশ রাহুলের গড় মাত্র ১২.৫। ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও ডানহাতি ওপেনারের উপর টিম ম্যানেজমেন্টের আস্থা অটুট। তা নিয়ে ক্রিকেট মহলে চলছে তীব্র সমালোচনা। ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে শুভমান গিলকে খেলানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এই আবহেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর।
advertisement
আরও পড়ুন - ডার্বির কম টিকিটের অভিযোগে মোহনবাগানের পাশেই ইস্টবেঙ্গল কর্তারা, ইনভেস্টরদের একহাত নিলেন
তিনি আবার লখনউয়ের মেন্টর। আইপিএলের প্রস্তুতি শিবিরের ফাঁকে গম্ভীর বলেছেন, ভারতীয় দল থেকে বাদ পড়া উচিত নয় ওর। কোনও ক্রিকেটারকে আলাদা করে বেছে নিয়ে আক্রমণ করা যায় না। প্রত্যেকেরই খারাপ সময় যায়। তাই এখনই রাহুলকে কাঠগোড়ায় তোলা উচিত নয়। রোহিত শর্মার উদাহরণ দিয়েছেন গম্ভীর।
তাঁর মতে, প্রতিভাবানদের পাশে থাকতে হয়। কেরিয়ারের শুরুতে রোহিতেরও খারাপ সময় চলছিল। সেই সময় ওর উপর ভরসা রাখা হয়েছিল। তার ফল সবাই দেখতেই পাচ্ছেন। একইভাবে রাহুলও চমকে দিতে পারে সবাইকে। ওর উপরও আস্থা রাখা হোক।
তিনি আরও বলেছেন, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তাই তাড়াহুড়ো করে কাউকে বলির পাঁঠা করা ঠিক নয়। রাহুল সত্যিই গ্রেট ক্রিকেটার। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা চাইছেন ইন্দোরে যে কোনও মূল্যে রাহুলের জায়গায় গিল খেলুন।