তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে বলে খবর। শিগগিরই তাঁরা ডিভোর্সের ঘোষণা করতে পারেন। শোয়েব মালিক ১৪ বছর সানিয়া মির্জার সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর ২০২৪ সালের জানুয়ারিতে সানা জাভেদের সঙ্গে বিয়ে করেন। সানাকে এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শোয়েবের খেলা দেখতে স্ট্যান্ডে দেখা যায়।
২০১০ সালে সানিয়ার সঙ্গে নিকাহ সেরেছিলেন শোয়েব। সেই বিয়ের পরিণতি হয় বিচ্ছেদ। এর পর তৃতীয় বিয়ে করেন শোয়েব। তখন জানা যায়, মাস কয়েক আগেই সানিয়া শরিয়ত আইন মেনে ‘খুলা’ নিয়েছেন শোয়েবের থেকে। সানিয়া ও শোয়েবের এক পুত্র সন্তান রয়েছে। সেই ইজহান মির্জা মালিকের বয়স ৭ বছর।
advertisement
সানিয়ার আগে শোয়েব মালিক হায়দরাবাদের মেয়ে আয়েশা সিদ্দিকির সঙ্গে ৮ বছর ধরে বিবাহিত ছিলেন। ডিভোর্সের কয়েকদিন পর হায়দরাবাদে ধুমধাম করে বিয়ে করেন শোয়েব ও সানিয়া। বিচ্ছেদের পর ভারতীয় টেনিস তারকা ছেলেকে নিয়ে দুবাইতে থাকছেন।
আরও পড়ুন- এশিয়া কাপ ট্রফি আর পাকিস্তানের কবজায় নেই, ভারতের মোক্ষম চালের কাছে নকভির থোঁতা মুখ ভোঁতা
শোয়েব-সানার বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। সেখানে শোয়েব এবং সানাকে একই ইভেন্টে দেখা গেছে। ভিডিওতে শোয়েব মালিককে ভক্তদের জন্য স্বাক্ষর দিতে দেখা যায়। অন্যদিকে, সানা জাভেদ তখন দূরে দাঁড়িয়ে ছিলেন। এমনকী মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলেন। জনসমক্ষে একে অপরের সঙ্গে কোনো প্রকারের কথোপকথন বা যোগাযোগ রাখছিলেন না।