500 Years Old Durga Puja: পুরুলিয়ার রামপুর গ্রামে মায়ের বিদায় বেলায় কান্নায় ভাসেন পুজোর পুরোহিত, চমকে যাওয়ার মতো ঘটনা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
দেবীর বিদায় বেলায় নিজেই কান্নায় ভেঙে পড়েন পুজোর পুরোহিত সন্তোষ সিকদার। শুরু থেকে শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে তিনি মন্ত্রচারণ থেকে শুরু করে পুজোর নানা বিধ আচরণ সারেন।
পুরুলিয়া: পুরুলিয়া জেলার নিতুড়িয়ার রামপুর গ্রামের ৫০০ বছরের প্রাচীন দুর্গাপুজো। এই পুজোর বিশেষত্ব শুধু তার প্রাচীন ঐতিহ্যেই নয়, দেবীর বিসর্জনের সময় ধরা পড়ে এক আবেগঘন দৃশ্য, যা নাড়া দেয় গোটা গ্রামকে। দেবীর বিদায় বেলায় নিজেই কান্নায় ভেঙে পড়েন পুজোর পুরোহিত সন্তোষ সিকদার। শুরু থেকে শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে তিনি মন্ত্রচারণ থেকে শুরু করে পুজোর নানা বিধ আচরণ সারেন।
পুজোর পুরোহিত সন্তোষ সিকদার জানান, ঐতিহ্যবাহী রামপুর গ্রামের এই পুজোয় বংশ পরম্পরায় তিনি পুরোহিত। মন থেকে মাকে বিদায় দিতে মন চান না। পাশাপাশি বিজয়ার দিনে মায়ের কাছে বিশ্ব শান্তির প্রার্থনা করলেন বলেও তিনি জানান। যেন বিশ্বের সমস্ত মানুষ সুখী এবং শান্তিপূর্ণ জীবন কাটাতে পারে।
advertisement
advertisement
৫০০ বছরের প্রাচীন গ্রামের এই পুজোর অন্যতম বিশেষত্বই হল মায়ের বিদায় বেলায় গ্রামজুড়ে বিষাদ। হৈ-হুল্লোড়, আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে পুজো শুরু হলেও, শেষ মুহূর্তে দেবী দুর্গার বিদায়ের সময় এক গভীর শোকের ছায়া গ্রামে ছড়িয়ে পড়ে। শুধুমাত্র পুরোহিতই নয়, সমস্ত গ্রামবাসীরই দেবীর বিদায় বেলায় মন ভারাক্রান্ত হয়ে পড়েন। এই দৃশ্য প্রতিটি মানুষের অনুভূতিকে স্পর্শ করে এবং তাদের মনকে গভীরভাবে দোলা দেয়।
advertisement
রামপুর গ্রামের দুর্গাপুজো আজও শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে এবং এই কান্না, এই প্রার্থনা, এই আবেগ, সব কিছু মিলে রামপুরের দুর্গাপুজোকে বিশেষ করে তোলে। পশ্চিমবঙ্গের অসংখ্য পুজোর ভিড়ে, রামপুরের পুজো এক ব্যতিক্রমী অবস্থানে দাঁড়িয়ে মানুষের অন্তরে এক অমলিন ছাপ রেখে যায়।
শান্তনু দাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2025 6:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
500 Years Old Durga Puja: পুরুলিয়ার রামপুর গ্রামে মায়ের বিদায় বেলায় কান্নায় ভাসেন পুজোর পুরোহিত, চমকে যাওয়ার মতো ঘটনা