TRENDING:

500 Years Old Durga Puja: পুরুলিয়ার রামপুর গ্রামে মায়ের বিদায় বেলায় কান্নায় ভাসেন পুজোর পুরোহিত, চমকে যাওয়ার মতো ঘটনা

Last Updated:

দেবীর বিদায় বেলায় নিজেই কান্নায় ভেঙে পড়েন পুজোর পুরোহিত সন্তোষ সিকদার। শুরু থেকে শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে তিনি মন্ত্রচারণ থেকে শুরু করে পুজোর নানা বিধ আচরণ সারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পুরুলিয়া জেলার নিতুড়িয়ার রামপুর গ্রামের ৫০০ বছরের প্রাচীন দুর্গাপুজো। এই পুজোর বিশেষত্ব শুধু তার প্রাচীন ঐতিহ্যেই নয়, দেবীর বিসর্জনের সময় ধরা পড়ে এক আবেগঘন দৃশ্য, যা নাড়া দেয় গোটা গ্রামকে। দেবীর বিদায় বেলায় নিজেই কান্নায় ভেঙে পড়েন পুজোর পুরোহিত সন্তোষ সিকদার। শুরু থেকে শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে তিনি মন্ত্রচারণ থেকে শুরু করে পুজোর নানা বিধ আচরণ সারেন।
advertisement

পুজোর পুরোহিত সন্তোষ সিকদার জানান, ঐতিহ্যবাহী রামপুর গ্রামের এই পুজোয় বংশ পরম্পরায় তিনি পুরোহিত। মন থেকে মাকে বিদায় দিতে মন চান না। পাশাপাশি বিজয়ার দিনে মায়ের কাছে বিশ্ব শান্তির প্রার্থনা করলেন বলেও তিনি জানান। যেন বিশ্বের সমস্ত মানুষ সুখী এবং শান্তিপূর্ণ জীবন কাটাতে পারে।

আরও পড়ুনDurga Puja Carnival: চমকে ভরা রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল, ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু অনুষ্ঠানে আর কী কী পাওনা দর্শকদের?

advertisement

৫০০ বছরের প্রাচীন গ্রামের এই পুজোর অন্যতম বিশেষত্বই হল মায়ের বিদায় বেলায় গ্রামজুড়ে বিষাদ। হৈ-হুল্লোড়, আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে পুজো শুরু হলেও, শেষ মুহূর্তে দেবী দুর্গার বিদায়ের সময় এক গভীর শোকের ছায়া গ্রামে ছড়িয়ে পড়ে। শুধুমাত্র পুরোহিতই নয়, সমস্ত গ্রামবাসীরই দেবীর বিদায় বেলায় মন ভারাক্রান্ত হয়ে পড়েন। এই দৃশ্য প্রতিটি মানুষের অনুভূতিকে স্পর্শ করে এবং তাদের মনকে গভীরভাবে দোলা দেয়।

advertisement

View More

রামপুর গ্রামের দুর্গাপুজো আজও শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে এবং এই কান্না, এই প্রার্থনা, এই আবেগ, সব কিছু মিলে রামপুরের দুর্গাপুজোকে বিশেষ করে তোলে। পশ্চিমবঙ্গের অসংখ্য পুজোর ভিড়ে, রামপুরের পুজো এক ব্যতিক্রমী অবস্থানে দাঁড়িয়ে মানুষের অন্তরে এক অমলিন ছাপ রেখে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রামপুরের ৫০০ বছরের দুর্গাপুজো,বিদায়বেলায় ঘটে চমকে যাওয়ার মতো ঘটনা
আরও দেখুন

শান্তনু দাস

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
500 Years Old Durga Puja: পুরুলিয়ার রামপুর গ্রামে মায়ের বিদায় বেলায় কান্নায় ভাসেন পুজোর পুরোহিত, চমকে যাওয়ার মতো ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল