কেকেআরের প্লেঅফের ওঠার রাস্তায় রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মেগা ম্যাচে নামবে কেকেআর। মরণ-বাঁচন ম্যাচে টস ভাগ্য সাথ দিল নাইটদের। টস জিতে ইডেনে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য কলকাতার। ইডেনের ড্রাই পিচ দ্বিতীয় ইনিংসের সময় যদিও আরও স্লো হয়ে ওঠে সেই কারণেও ফ্রেশ উইকেটে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
advertisement
কেকেআর দিল্লি ম্যাচের উইনিং দলে জোড়া পরিবর্তন করেছে। মইন আলি দলে সুযোগ পেয়েছেন। একইসঙ্গে ফিরেছেন রমনদীপ সিং। দলের ব্যাটিং অ্যাটাককে আরও শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের। রাজস্থান রয়্যালস দলে মোট ৩টি পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঃ KKR vs RR: কেকেআর কীভাবে প্লে অফে উঠবে! কী স্ট্র্যাটেজি? জানিয়ে দিলেন নাইটদের ‘সেনাপতি’!
এক ঝলকে দেখে নিন কেকেআরের প্রথম একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মইন আলি, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব অরোরা, কুণাল সিং রাঠোর, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমর হেটমায়ার, ওয়ানিন্দু হাসরঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকসানা, যুধবীর সিং, আকাশ মাধোয়াল।