KKR vs RR: কেকেআর কীভাবে প্লে অফে উঠবে! কী স্ট্র্যাটেজি? জানিয়ে দিলেন নাইটদের 'সেনাপতি'!

Last Updated:

KKR vs RR IPL 2025: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরেরও প্লে অফে যাওয়ার আশা রয়েছে। তবে বাকি প্রতিটি ম্যাচই মরণ-বাঁচন লড়াই নাইটদের কাছে। এ হেন পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কেকেআর।

News18
News18
দেখতে দেখতে শেষ ল্যাপে চলে আসছে আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্বের খেলা। সবার আগে ১৬ পয়েন্টে পৌছে প্লে অফ কার্যত পাকা করে ফেলেছে আরসিবি। লড়াইয়ে ভাল জায়গায় রয়েছে মুম্বই, গুজরাত, পঞ্জাব, দিল্লি, লখনউও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরেরও প্লে অফে যাওয়ার আশা রয়েছে। তবে বাকি প্রতিটি ম্যাচই মরণ-বাঁচন লড়াই নাইটদের কাছে।
এ হেন পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় পাওয়ার পর আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে কেকেআ শিবিরে। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি কেকেআরের কাছে ডু অর ডাই। ফলে প্রতিটি ম্যাচ কীভাবে এগোতে চায় কেকেআর, রাজস্থান ম্যাচের আগে জানালেন কেকেআর অধিনায়ক।
অজিঙ্কে রাহানে বলেন, পরবর্তী দুটি ম্যাচ দুটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদিও রাজস্থান এবং চেন্নাই প্লে-অফ রেস থেকে ছিটকে গেছে। কিন্তু এই ধরনেপ দলের বিরুদ্ধে খেলা বেশি বিপদজ্জনক। কারণ তাদের হারানোর কিছু থাকে না। ফলে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমাদের সঠিক মানসিকতা ও মনোযোগ নিয়ে মাঠে নামতে হবে এবং দিনটির উপর সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে।’
advertisement
advertisement
এছাড়াও রাহানে জানিয়েছেন, আমরা কিছু ম্যাচ খুব খুব কাছে গিয়ে হেরেছি। ওগুলি নিয়ে না ভেবে সামনের দিকে তাকাো উচিত। আগে করা ভুলগুলি থেকে শিক্ষা নেওয়া উচিত। তিবাচক দিকগুলোতে বিশ্বাস রাখা এবং পরবর্তী চারটি ম্যাচে কম ভুল করা। প্রতিটি ম্যাচ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে একটি একটি করে ম্যাচ ধরেই এগোতে চাইছেন কেকেআর অধিনায়ক।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RR: কেকেআর কীভাবে প্লে অফে উঠবে! কী স্ট্র্যাটেজি? জানিয়ে দিলেন নাইটদের 'সেনাপতি'!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement