TRENDING:

KKR Transfer News: কেকেআরের দল গোছাতে মাস্টার প্ল্যান গৌতম গম্ভীরের! নিলামে ৬ তারকার জন্য লড়াই করবে নাইটরা

Last Updated:

KKR Transfer News: গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছে নাইট ম্যানেজমেন্ট। পুরনো দলে ফিরেই নিজের মত প্ল্যান করতে শুরু করে দিয়েছে গোতি। নিজের মত দল সাজাতে চাইছেন গৌতম গম্ভীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গৌতম গম্ভীরের অধিনায়কত্বেই ২ বার আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ পর কেটে গিয়েছে ৯ মরশুম। তারপর থেকে আর ট্রফি আসেনি কেকেআরের ঘরে। এবার ফের নিজেদের লাকি ফ্যাক্টর গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছে নাইট ম্যানেজমেন্ট। পুরনো দলে ফিরেই নিজের মত প্ল্যান করতে শুরু করে দিয়েছেন গোতি। ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে কেকেআর। কেকেআরে হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা। সূত্রের খবর, ৬ জন ক্রিকেটারকে দলে পেতে নিলামে চেষ্টা করবে কেকেআর। নিজের মত দল সাজাতে চাইছেন গৌতম গম্ভীর।
 নিলামে ৬ তারকার জন্য লড়াই করবে নাইটরা
নিলামে ৬ তারকার জন্য লড়াই করবে নাইটরা
advertisement

কুইন্টন ডি কক: কেকেআরে আসার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। সেই দলেই ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডিকক। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও অনবদ্য ব্যাটিং করেছেন ‘কুইনি’। গত আইপিএল মরশুমে এলএসজি-তে থাকলেও সেভাবে প্রথম একাদশে সুযোগ পাননি। কাইল মেয়ার্স ফর্মে থাকায় ক্যারেবিয়ান তারকাকেই খেলিয়েছিল লখনউ। ডিককও চাইছে এমন একটি দল যেখানে পুরো মরশুম খেলতে পারবেন। তবে ডিকককে রিলিজ করেনি লখনউ। তাঁকে পেতে গেলে ট্রান্সফারের মাধ্যমে পেতে হবে নাইটদের।

advertisement

রাচিন রবীন্দ্র: নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের দৌড়েও ছিলেন রাচিন রবীন্দ্র। অলরাউন্ড দক্ষতার জন্য কেকেআরের জন্য ভাল সংযোজন হতে পারেম কিউই তারকা।

ড্যারিল মিচেল: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩-এ ড্যারিল মিচেলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খ্যাতি দিয়েছে। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বড় হিট করার ক্ষমতাও রয়েছে মিচেলের। ফলে নীতি রানার ও শ্রেয়স আইয়ারের সঙ্গে মিচেল যোগ হলে কেকেআরের শক্তি অনেকটা বাড়বে।

advertisement

ওয়ানিন্দু হাসরঙ্গা: বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গা তা সকলের জানা। আরসিবি হাসরঙ্গাকে রিলিজ করেছে। কেকেআরের নারিন ও বরুণ চক্রবর্তীর ধার আগের থেকে অনেকটা কমেছে। ফলে হাসরঙ্গাকে নিলে কেকেআরের হাতে স্পিনারের অপশন বাড়বে।

প্যাট কামিন্স: কেকেআরের যে কটি দুর্বল বিভাগ আছে তার মধ্যে অন্যতম হল পেস বোলিং। বিদেশে পেস বোলাররা বিগত কয়েক মরশুমে দলকে ভরসা দিতে পারেনি। ফলে আরও একবার পুরনো নাইট প্যাট কামিন্সের জন্য নিলামে ঝাপাতে পারে কেকেআর।

advertisement

আরও পড়ুনঃ Shubman Gill Net Worth: এত কম সময়ে এত টাকা! শুভমান গিলের সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন

হর্ষল প্যাটেল: পেস বোলিংয়ের পাশাপাশি কেকেআরের ডেথ ওভারে বোলিং বড় সমস্যা। এমন একজন মিডিয়াম পেসার দরকার যার হাতে ভাল স্লোয়ার রয়েছে। সেই ক্ষেত্রে কেকেআরের জন্য সেরা অপশন হতে পারে হর্ষল প্যাটেল। তাকে এবার রিলিজ করেছে কেকেআর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR Transfer News: কেকেআরের দল গোছাতে মাস্টার প্ল্যান গৌতম গম্ভীরের! নিলামে ৬ তারকার জন্য লড়াই করবে নাইটরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল