TRENDING:

KKR Aaron Finch : অ্যালেক্স হেলসের বদলে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে দলে নিল কেকেআর

Last Updated:

KKR replace Alex Hales with Aaron Finch in IPL 2022. শেষ মুহূর্তে হেলসের পরিবর্তে নাইটদের সংসারে অ্যারন ফিঞ্চ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইংল্যান্ডের ধ্বংসাত্মক ওপেনার অ্যালেক্স হেলসকে এবার আইপিএল নিলামে দলে নিয়েছিল কেকেআর। পাকিস্তান সুপার লিগে দুর্ধর্ষ ছন্দে ছিলেন হেলস। ইসলামাবাদ ইউনাইটেড দলের হয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও বেশ কিছু মনে রাখার মত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি কেকেআর জানিয়েছে আসন্ন আইপিএলএর জন্য অ্যালেক্স হেলসকে পাওয়া যাবে না। তিনি বায়ো বাবেল জীবনে এই মুহূর্তে ফিরতে নারাজ।
কেকেআর জার্সিতে খেলবেন অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বজয়ী অধিনায়ক ফিঞ্চ
কেকেআর জার্সিতে খেলবেন অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বজয়ী অধিনায়ক ফিঞ্চ
advertisement

আরও পড়ুন - IND vs SL, Chinnaswamy Stadium : টিম ইন্ডিয়ার অন্যতম পয়া মাঠ! ১৭ বছর বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে হারেনি ভারত

হেলস জানিয়েছেন তিনি পরিশ্রান্ত এবং মানসিকভাবে ক্লান্ত। দীর্ঘদিন পরিবার ছেড়ে বায়ো বাবেলে সময় কাটিয়েছেন। এখন পরিবারকে ছেড়ে আসতে পারছেন না। কেকেআর দলের হয়ে মাঠে নামতে না পারলেও নাইট রাইডার্স শিবিরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইংলিশ তারকা। অ্যারন ফিঞ্চ তার পরিবর্ত হিসেবে যোগ দেবেন নাইট রাইডার্স শিবিরে।

advertisement

ফিঞ্চ দীর্ঘদিন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি অধিনায়ক। সম্প্রতি দুবাইতে প্রথমবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে ৮৭ ম্যাচ খেলে ফিঞ্চের রান ২০০০। দেড় কোটি টাকায় তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে। অতীতে অ্যারন ফিঞ্চ আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স এবং পুনের হয়ে আইপিএল খেলেছেন। খুব সফল বলা যাবে না।

advertisement

কিন্তু অভিজ্ঞতা রয়েছে। নিজের দিনে এই ফরম্যাটে যেকোনো বোলিং লাইন আপের বিরুদ্ধে রান করতে দক্ষ। বিশেষ করে অস্ট্রেলিয়ার মত দলের নেতৃত্ব দিয়েছেন যখন, তখন প্রয়োজন হলে শ্রেয়স আইয়ারকে সাহায্য করতে পারবেন। আইপিএলে কেকেআর ফিঞ্চকে নিল নবম দল হিসেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এর আগে বিভিন্ন সময়ে আইপিএলে চোট পেয়েছেন। ফ্লপ করেছেন। কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। তাই ফিঞ্চ যদি বেগুনি সোনালী জার্সিতে সফল হন, তাহলে কিছু আশ্চর্যের নেই। পাশাপাশি দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম যেরকম আগ্রাসী ব্যাটিং পছন্দ করেন, সেটা করার ক্ষমতা আছে ফিঞ্চের।

বাংলা খবর/ খবর/খেলা/
KKR Aaron Finch : অ্যালেক্স হেলসের বদলে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে দলে নিল কেকেআর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল