TRENDING:

CSK vs KKR, IPL : ধোনিদের দুরন্ত পরিসংখ্যান দেখে লড়াইয়ের আগে ঘাবড়ে যেতে রাজি নয় কেকেআর শিবির

Last Updated:

KKR not much worried about CSK being ahead of them on stats before opening match in IPL. ধোনিদের দুরন্ত পরিসংখ্যান দেখে লড়াইয়ের আগে ঘাবড়ে যেতে রাজি নয় কেকেআর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: খেলাধুলায় সবসময় পরিসংখ্যান যে সত্যি কথা বলে এমন নয়। কিন্তু পরিসংখ্যান উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর দেখা হয়েছে ২৬ বার। ১৭ বার জয় পেয়েছে চেন্নাই। ৮ বার জয় পেয়েছে কেকেআর। একবার ড্র হয়েছে। শনিবার এবারের আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ক্রিকেট পণ্ডিতরা কেকেআরকে আন্ডারডগ হিসেবে দেখছেন এটা নতুন কথা নয়।
টিম হোটেলে কোচ ব্রেন্ডন ম্যাককালামকে কেক খাইয়ে দিচ্ছেন শ্রেয়স আইয়ার
টিম হোটেলে কোচ ব্রেন্ডন ম্যাককালামকে কেক খাইয়ে দিচ্ছেন শ্রেয়স আইয়ার
advertisement

আরও পড়ুন - Portugal beat Turkey : তুরস্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের অভিযানে টিকে রইল রোনাল্ডোর পর্তুগাল

এই দুই দলের লড়াই নতুন নয়। কেকেআর প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারিয়ে। নাইটদের ব্যাটিংয়ের চেয়েও শক্তিশালী বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। দলে রয়েছেন তিন মিস্ট্রি স্পিনার- সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও রমেশ কুমার। সাউদির পাশাপাশি রয়েছেন উমেশ যাদব, শিবম মাভি, প্যাট কামিন্সরা। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে অলরাউন্ডার হিসেবে মহম্মদ নবি ও রাসেলও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

advertisement

ফিট হয়ে কেকেআরের স্পিন আক্রমণকে ভরসা দেবেন বরুণ চক্রবর্তী। রমেশ কুমারকে আবার বাঁহাতি নারিন বলে ডাকা হয়। সব মিলিয়ে কম্বিনেশন অনুযায়ী বোলিং অপশন ঠিক করতে কোনও সমস্যাই হবে না কেকেআরের। অনুকূল রায় ও রমেশ কুমার সুযোগ পেলেই চমকে দিতে পারেন আসন্ন আইপিএলে। কেকেআরের হয়ে ওপেন করবেন নিশ্চিতভাবেই ভেঙ্কটেশ আইয়ার।

অ্যারন ফিঞ্চ চলে এলে তিনিই আইয়ারের সঙ্গী হবেন। তবে তার আগে আইয়ারের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে অজিঙ্ক রাহানেকে। তিনে শ্রেয়স আইয়ার, চারে নীতীশ রানা নামবেন। পাঁচে নামতে পারেন শেল্ডন জ্যাকসন। ঘরোয়া ক্রিকেটে ভাল ফর্মে থাকা বাবা ইন্দ্রজিৎকেও দেখা যেতে পারে উইকেটকিপার হিসেবে প্রথম একাদশে।

advertisement

টিম সাউদি আবার কেকেআর ফাইনালে উঠলে খেলতে পারবেন না। কারণ, জুনের শুরুতেই ইংল্যান্ডে তিন টেস্টের সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। তবে প্রথম ম্যাচে নামার আগে মুখে স্বীকার না করলেও চেন্নাইকে হারিয়েই যাত্রা শুরু করা একমাত্র লক্ষ্য নাইটদের।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

হলুদ জার্সিতে ধোনি, জাদেজা, ঋতুরাজ ছাড়াও ব্রাভো, মিলনে, কনওয়েদের চ্যালেঞ্জ সামলাতে হবে নাইটদের। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ নিতে তৈরি কেকেআর। পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন তারা। সুযোগ পেলে চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরের পরিসংখ্যান বদলাতে চাইবেন নতুন অধিনায়ক।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs KKR, IPL : ধোনিদের দুরন্ত পরিসংখ্যান দেখে লড়াইয়ের আগে ঘাবড়ে যেতে রাজি নয় কেকেআর শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল