Portugal beat Turkey : তুরস্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের অভিযানে টিকে রইল রোনাল্ডোর পর্তুগাল

Last Updated:

Cristiano Ronaldo led Portugal beat Turkey to face North Macedonia in the final of Qatar World Cup play off. তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ থেকে এক কদম দূরে পর্তুগাল

তুরস্কের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে পর্তুগাল
তুরস্কের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে পর্তুগাল
পর্তুগাল -৩
তুরস্ক -১
#লিসবন: কাতার বিশ্বকাপের লক্ষ্যে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পর্তুগালের কাছে। হেরে গেলে দরজা বন্ধ হয়ে যেত বিশ্বকাপের। তাই পর্তুগাল ফুটবলের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন ভিআইপি বক্সে। প্রচন্ড টেনশন ছিল শিবিরে। প্রতিপক্ষ তুরস্ক বরাবর লড়াকু দল। কিন্তু কোনো অঘটন ঘটেনি। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গেল পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমিয়েছিল তুরস্ক। কিন্তু শেষ দিকে পেনাল্টি মিস তাদের আক্ষেপ বাড়াল।
advertisement
advertisement
স্বস্তির জয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনালে ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়ে ৩-১ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল। বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প ছিল না। এমন এক লড়াইয়ে ১৫ মিনিটের মাথায় এগিয়ে যায় পর্তুগাল। বক্সের ডানদিকে ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ২৭ বছর বয়সী পর্তো স্ট্রাইকার ওতাভিও।
advertisement
দ্বিতীয় গোলটিতেও অবদান ছিল ওতাভিওর। তার দারুণ ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো জটা। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে ব্যবধান কমায় তুরস্ক। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে গোলটি করেন বোরাক ইলমাজ। এই ইলমাজই পরে পেনাল্টি মিস করে হতাশায় ডোবান দলকে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে তুরস্কের ইনেস উনাল ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।
advertisement
কিন্তু সেটি উড়িয়ে মেরে দেন ইলমাজ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরও এক গোল করে জয় নিশ্চিত করে ফেলে পর্তুগাল। রাফায়েল লিয়াওয়ের থ্রু বল ধরে বাঁ পায়ের শটে গোল করেন ম্যাথিউজ নানেজ। তবে দল জয় পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
যোগ করা সময়ে অবশেষে এক গোল পেতে পারতেন তিনি। কিন্তু এবার তার সামনে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। প্লে-অফের ফাইনালের বিজয়ী দল সুযোগ পাবে কাতার বিশ্বকাপ খেলার। প্লে-অফের ফাইনাল ২৯ মার্চ। পর্তুগালের প্রতিপক্ষ ইতালিকে হারিয়ে দেওয়া নর্থ মেসিডোনিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Portugal beat Turkey : তুরস্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের অভিযানে টিকে রইল রোনাল্ডোর পর্তুগাল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement