প্রথম পছন্দ কে এল রাহুল। ভারতীয় অধিনায়ক চাইছে কেকেআর। রাহুলের কাছে অবশ্য সঞ্জীব গোয়েনকার লখনউ ফ্রাঞ্চাইজির বিশাল প্রস্তাব রয়েছে। রাহুল হাতছাড়া হলে দ্বিতীয় পছন্দ শ্রেয়স আইয়ার ( Shreyas Iyer)। গৌতম গম্ভীর কেকেআর অধিনায়ক হয়ে সাতটা মরশুম কাটিয়েছিলেন। শ্রেয়সের বয়স কম। দিল্লিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। তাই তাকে পেলে অধিনায়ক নিয়ে আগামী কয়েকবছর চিন্তা করতে হবে না নাইট টিম ম্যানেজমেন্টকে।
advertisement
তাছাড়া ফর্মেও আছেন। শ্রেয়সকে পেতে প্রায় ১৫ কোটি পর্যন্ত যেতে রাজি নাইট রাইডার্স। দ্বিতীয় পছন্দ শার্দুল ঠাকুর। শিবম মাভিকে ছেড়ে দিয়ে আবার নিলাম থেকে কিনতে পারে কেকেআর। কিন্তু কমলেশ নগরকোটিকে রাখছে না দল। বিদেশি পেসার বলতে প্যাট কামিন্স, লকি ফার্গুসনকে আবার কিনতে পারে কেকেআর। কিন্তু শার্দুল ঠাকুর এলে অলরাউন্ডার হিসেবে দলের ওজন বাড়বে।
টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হওয়া ছাড়াও চেন্নাই সুপার কিংস দলের মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শার্দুল ঠাকুর নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বল হাতে টি টোয়েন্টি ফরম্যাটে উইকেট নেওয়ার পাশাপাশি, ডেথ ওভারেও দারুণ বল করেন। ব্যাট হাতে তার রান করার ক্ষমতা সকলেই জানেন। কলকাতা ডেভিড ওয়ার্নার সম্পর্কেও ইচ্ছুক নাইট রাইডার্স।
বিশেষ করে ইয়ন মর্গ্যানকে ছেড়ে দেওয়ার পর একজন বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন আছে। ডেভিড ওয়ার্নার ওপেনার, অধিনায়ক এবং পাশাপাশি আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান। তাছাড়া সানরাইজার্স হায়দারাবাদ ছেড়ে দেওয়ার পর জবাব দেবার জন্য মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ান তারকা। ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা হয়েছেন। ওয়ার্নার চলে এলে কলকাতা নাইট রাইডার্স আগ্রাসী ক্রিকেট খেলবে তাতে সন্দেহ নেই।
