TRENDING:

KKR Jason Holder: আইপিএলের নিলামে জেসন হোল্ডারকে নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে কেকেআর

Last Updated:

KKR may go all out for West Indies all rounder Jason Holder in IPL auction. আইপিএলের নিলামে জেসন হোল্ডারকে পাখির চোখ পড়েছে নাইট রাইডার্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁচ বছর পর আবার কেকেআর জার্সিতে দেখা যেতে পারে হোল্ডারকে
পাঁচ বছর পর আবার কেকেআর জার্সিতে দেখা যেতে পারে হোল্ডারকে
advertisement

আরও পড়ুন - U19 World Cup India 2022: অনূর্ধ্ব উনিশ ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের

আইপিএলে এখনও পর্যন্ত জেসন হোল্ডারের প্রদর্শন আহামরি কিছু না হলেও অবহেলার মত নয়। ২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন হোল্ডার। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ১২১ স্ট্রাইক রেটে ২৬ ম্যাচে ১৮৯ রান করেছেন তিনি, ওভারপিছু ৮ রানের সামান্য বেশি দিয়ে নিয়েছেন ৩৫ উইকেট। দেশের হয়ে এখনো পর্যন্ত ৩৫ টি-২০ ম্যাচ খেলেছেন হোল্ডার, এর মধ্যে ১২৩ স্ট্রাইক রেটে করেছেন ২৬২ রান, ওভারপিছু ৮ রান দিয়ে নিয়েছেন ৩৮ উইকেট।

advertisement

আরও পড়ুন - Team India 1000th Match Playing XI: রাত পোহালেই ভারতীয় দলের ১০০০ তম ম্যাচ, কারা খেলবেন? কাদের বসানো হবে? দেখুন

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে ২৭ রানে ৫ উইকেট নিয়ে কেরিয়ারের টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতান ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অধিনায়ক। বিগত বেশ কয়েক মরসুম ধরে যোগ্য অলরাউন্ডারের অভাব বোধ করছে কেকেআর। গত মরসুমে সাকিব আল হাসান একেবারেই তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই এবার তাকে ধরে রাখেনি কেকেআর।

advertisement

আর তাই জেসন হোল্ডারের প্রতি আগ্রহ বেড়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। শোনা যাচ্ছে কেকেআর দলের দুই ক্যারিবিয়ান সদস্য সুনীল নারিন ও আন্দ্রে রাসেলও নাকি ম্যানেজমেন্টের কাছে হোল্ডারকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। রবিবার থেকে শুরু হওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রয়েছেন জেসন হোল্ডার।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এই সিরিজে তার পারফরম্যান্সের উপরও নজর রাখবে কেকেআর। নামপ্রকাশে অনিচ্ছুক কেকেআর ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, এই কথা অনস্বীকার্য যে টি-২০ ক্রিকেটে যেকোনো দলের জন্যই জেসন হোল্ডার বড় সম্পদ। তার নিখুঁত লাইন, লেন্থ ও পিচ থেকে আদায়কৃত বাউন্স প্রায়শই বিপক্ষ দলের ব্যাটারদের বিপাকে ফেলে। এর পাশাপাশি ইনিংসের শেষের দিকে বিশাল বিশাল ছয় মারারও ক্ষমতা তার আছে। অতীতে ২০১৬ সালে কেকেআরে খেলেছিলেন হোল্ডার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR Jason Holder: আইপিএলের নিলামে জেসন হোল্ডারকে নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে কেকেআর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল