Team India 1000th Match Playing XI: রাত পোহালেই ভারতীয় দলের ১০০০ তম ম্যাচ, কারা খেলবেন? কাদের বসানো হবে? দেখুন

Last Updated:

Team India 1000th Match Playing XI: ঐতিহাসিক ম্যাচ আর মাত্র কয়েক ঘণ্টা পরই। এই ম্যাচে ভারতীয় দলে কাটছাট হতে পারে।

নয়াদিল্লি: ৬ ফেব্রুয়ারি আহমেদাবাদের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। এই সিরিজ থেকে নিয়মিত অধিনায়ক হবেন রোহিত শর্মা। ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে দল তৈরি করেছেন নির্বাচকরা। ম্যাচের আগে অনেক তারকা ক্রিকেটারই করোনা পজিটিভ হয়েছিলেন।
এমন পরিস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মার সামনে প্লেয়িং ইলেভেন বেছে নেওয়ার ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে। কিন্তু সংবাদ সম্মেলনে রোহিত পরিষ্কার করে দিয়েছেন, কে তার সঙ্গে ওপেন করবেন! তা হলে চলুন জেনে নেওয়া যাক, কেমন দল নিয়ে খেলতে পারে টিম ইন্ডিয়া! কেমন হতে পারে ভারতীয় দলের ১০০০তম ম্যাচের প্রথম একাদশ!
advertisement
advertisement
ওপেনিং জুটি আগেই ঠিক করে ফেলেছেন-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে শিখর ধাওয়ান করোনা পজিটিভ হওয়ায় এবং কেএল রাহুল ব্যক্তিগত কারণে খেলছেন না। এই অবস্থায় অধিনায়ক রোহিত শর্মা নিজেই সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সঙ্গে ওপেন করতে নামবেন ঈশান কিষান। খুব ভালো ফর্মে রয়েছেন ঈশান কিষাণ। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন তিনি। তিন নম্বরে নামা নিশ্চিত সুপারস্টার ব্যাটার বিরাট কোহলির। ভারতীয় সমর্থকরা তাঁর কাছ থেকে সেঞ্চুরির আশা করে রয়েছেন।
advertisement
মিডল অর্ডার এমন হতে পারে-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মিডল অর্ডার ফ্লপ। এমন পরিস্থিতিতে মিডল অর্ডারে শক্তিশালী ব্যাটারদের মাঠে নামাতে চাইবেন রোহিত। চার নম্বরে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। চারে ব্যাট করতে গিয়ে সূর্যকুমার অনেক রান করেছেন। একই সঙ্গে পাঁচ নম্বর ব্যাটার হতে পারেন ঋষভ পন্থ।
পন্থ আক্রমনাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। ৬ নম্বরে ডেবিউ করতে পারেন দীপক হুডা। হুডার বোলিংও ভারতীয় দলের জন্য কাজে লাগতে পারে।
advertisement
এই বোলারদের ওপর আস্থা আছে রোহিতের-
ভারতীয় পিচ সব সময়ই স্পিনারদের জন্য সহায়ক। তাই রোহিত শর্মা ঘরের মাঠে যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিতে পারেন। এই দুই বোলারের ডেলিভারি খেলা বিপক্ষের ব্যাটারদের পক্ষে সহজ নয়। এছাড়া মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণাকে প্রথম একাদশে দেখা যেতে পারে। অলরাউন্ডার বোলার হিসেবে শার্দুল ঠাকুর অথবা দীপক চাহার সুযোগ পেতে পারেন।
advertisement
আরও পড়ুন- ফাইনালে প্রথমে ব্যাটিং পেলে কত রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন লক্ষণ?
চায়নাম্যান বোলার কুলদীপ যাদব এই ম্যাচে সুযোগ নাও পেতে পারেন। বহুদিন পর ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। আভেশ খানকে খেলার জন্য অপেক্ষা করতে হতে পারে। কারণ তিনি দক্ষিণ আফ্রিকা সফরেও খেলার সুযোগ পাননি। প্রথমবার টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পেয়েছেন রবি বিষ্ণোই। তাঁকেও এই ম্যাচে দেখা যাবে না হয়তো।
advertisement
প্রথম ওয়ানডেতে সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঈশান কিশান, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, দীপক চাহার/শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, প্রাসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Team India 1000th Match Playing XI: রাত পোহালেই ভারতীয় দলের ১০০০ তম ম্যাচ, কারা খেলবেন? কাদের বসানো হবে? দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement