আরও পড়ুন - Bengal cricket coach : অরুণ লাল সম্ভবত আর নয়! কে হবেন বাংলার নতুন কোচ? জানুন
কেকেআর ওপেনার জানিয়ে দিলেন, তিনি যে আগ্রাসী ঘরানার ক্রিকেট পছন্দ করেন, সেটাই খেলছে কেকেআর। হারের ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়াবে নাইটরা। শুক্রবার কেকেআর ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে ফিঞ্চ বলেছেন, কেকেআর যে ধরনের ক্রিকেট খেলে, তার সঙ্গে মানিয়ে নিতে কোনও অসুবিধা হয়নি। কেকেআর বরাবরই আগ্রাসী দল। আমিও সে রকম ক্রিকেট খেলতে অভ্যস্ত। প্রত্যেকে দলের ছন্দের সঙ্গে নিজেদের মিলিয়ে নিয়েছে।
advertisement
বিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে কোনও সমস্যাই হয় না আমাদের। যোগ করেছেন, আইপিএল এমনই প্রতিযোগিতা, যেখানে প্রতিপক্ষকে চাপে না রাখলে তারা ভয়ঙ্কর ভাবে ম্যাচে ফিরে আসতে পারে। কেকেআর কিন্তু প্রত্যেক ম্যাচে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। রীতিমতো আমাদের ভয় পায়। তাই একটু সঙ্কুচিত হয়ে থাকে। কোনও ম্যাচে আবার সবাই খারাপ খেলতেই পারে।
১৪ ম্যাচের প্রতিযোগিতায় এক-দু’দিন খারাপ যেতেই পারে।টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক জানিয়েছেন, দলে আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার থাকায় সকলেই অনেক খোলা মনে ক্রিকেট খেলতে পারে। বলেছেন, বিগ ব্যাশেও আমরা একই দলের হয়ে খেলেছি। তখন থেকেই খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল।
ব্যাট হাতেই হোক কি বল হাতে, এক ওভারে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে রাসেলের। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার দল গুজরাত টাইটানস কেকেআরের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে মরিয়া। অধিনায়ক হার্দিক ফর্মে আছেন। এছাড়াও প্রাক্তন কেকেআর তারকা শুভমন গিল নিজের পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন।
মহম্মদ শামি, রাহুল তেওয়াতিয়া , রশিদ খানের মতো ক্রিকেটাররা গুজরাতের শক্তি বাড়িয়েছে। তবে নাইট রাইডার্স জানে পরপর তিনটে হার তাদের অনেকটা পিছিয়ে দিয়েছে। আজ শনিবার তাই হার্দিকদের হারানো ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। কমপ্লিট পারফরম্যান্স দিয়ে ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া বেগুনি সোনালী জার্সিধারীরা।