Bengal cricket coach : অরুণ লাল সম্ভবত আর নয়! কে হবেন বাংলার নতুন কোচ? জানুন

Last Updated:

Laxmi Ratan Shukla or Wasim Jaffer can be new coach for Bengal Cricket. বাংলার ক্রিকেট কোচ হিসেবে দেখা যেতে পারে লক্ষী অথবা ওয়াসিম জাফরকে

বাংলার ক্রিকেট কোচ হিসেবে দেখা যেতে পারে লক্ষী অথবা ওয়াসিম জাফরকে
বাংলার ক্রিকেট কোচ হিসেবে দেখা যেতে পারে লক্ষী অথবা ওয়াসিম জাফরকে
কিন্তু রঞ্জি, মুস্তাক আলি, বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা। তাই কোচ পরিবর্তন করে দেখতে চায় বাংলা টিম ম্যানেজমেন্ট। লক্ষ্মীরতন দীর্ঘদিন বাংলার অধিনায়ক ছিলেন। দলটাকে হাতের তালুর মতো চেনেন। কিন্তু সর্বভারতীয় পর্যায় ওয়াসিম জাফরের অভিজ্ঞতা বেশি। আইপিএলে পঞ্জাবের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। তাই দেখেশুনে সিদ্ধান্ত নিতে চায় বাংলা।
advertisement
advertisement
২ মে ধর্মতলার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠান হবে অরুণ লালের দ্বিতীয় বিয়ে। ৬৬ বছরের পাত্র প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লালের পাত্রী ৩৭ বছরের বুলবুল। ইতিমধ্যে অতিথিদের তালিকা তৈরি হয়ে অনেকের কাছেই আমন্ত্রণ পৌঁছে গিয়েছে। এই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের বেশ কয়েকজন প্রাক্তন তারকা। সূত্রের খবর, রবি শাস্ত্রী সহ অরুণ লালের বিয়েতে উপস্থিত থাকতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
advertisement
অরুণ লালের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন অরুণ লাল। প্রথম স্ত্রী লালজীর সঙ্গেই থাকেন। তবে তাঁদের মধ্যে আইন মেনে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ইতিমধ্যেই নতুন জীবনের শুরু করার আগেই অরুণ লালকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
সূত্রের খবর, অনুষ্ঠানের দিন বিকেলে কলকাতায় আসতে পারেন শাস্ত্রী। সূত্রের খবর, মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এ বার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা। বছর দুয়েক আগে রঞ্জি ফাইনালে বাংলা দলের কোচ অরুণ লালের সঙ্গে সৌরাষ্ট্রে গিয়েছিলেন বুলবুল।
advertisement
এবার সেই সম্পর্কই পরিণতি পেতে চলেছে। শুভ অনুষ্ঠানে মনোজ তিওয়ারি সহ বেশ কয়েকজন ক্রিকেটার অনুষ্ঠানে থাকতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ কয়েকজন কর্তার অরুণ লালের বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলা দলের সহকারি কোচ সৌরাশিস লাহিড়ী অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal cricket coach : অরুণ লাল সম্ভবত আর নয়! কে হবেন বাংলার নতুন কোচ? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement