আরসিবির বিরুদ্ধে ২২ বলে ৪৭ ও দিল্লির বিরুদ্ধ ৩৯ বল ৮৫ রানের ইনিংস খেলার পর ফুরফুরে মেজাজে রয়েছন নারিন। কিন্তু এরই মধ্য একটি ভুল করে সমস্যায় পড়ে গেলেন কেকেআরের ক্যারিবিয়ান তারকা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নারিন। ইনস্টাগ্রাম স্টোরিতে না বুঝে একটি পোস্ট শেয়ার করে বিতর্ক তৈরি করে দেন নারিন।
নারিন যে পোস্টটি করেছেন তাতে লেখা রয়েছে,”আরসিবি-র বিরুদ্ধে রান করতে বরাবরই ভাল লাগে। এই দলের বোলিং আক্রমণ খুবই দুর্বল।” কেন আরসিবিকে কটাক্ষ করে এমন পোস্ট করত গেলেন সুনীল নারিন তা নিয়ে তৈরি হয় জল্পনা। পরে অবশ্যে কেকেআর তারকার এই পোস্ট করার কারণ জানা যায়। যাতে নারিনের খুব একটা দোষ নেই।
advertisement
আরও পড়ুন: KKR News: কোন কেকেআর প্লেয়ারের বাবা-মা দুজনই ভারতের হয়ে খেলেছেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই
আসলে কার্ডটি সোশ্যাল মিডিয়া থেকে পান নারিন। পুরো বিষয়টিই লেখা ছিল হিন্দিতে। সঙ্গে রয়েছে নারিনের ছবি। হিন্দিতে লেখা না বুঝেই তা ইনস্টা স্টোরিতে শেয়ার করে দেন ক্যারিবিয়ান তারকা। পরে নিজের ভুল কারও থেকে বুঝতে পেরে সেই স্টোরি সরিয়েও দিয়েছেন সুনীল নারিন। কিন্তু না বুঝে হলেও এমন পোস্ট করায় কটাক্ষের শিকার হতে হয়েছে নারিনকেও।