পঞ্জাবের বিরুদ্ধে ১১২ রান তাড়া করতে পারেনি কেকেআর। মাত্র ৯৬ রানে অলআউট হয়ে গিয়েছিল নাইটরা। গুজরাতের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে ঘরের মাঠে ৩৯ রানে হারতে হয়েছে কলকাতাকে। লাগাতার ম্যাচ হারের দায় ব্যাটারদের ঘাড়ে দিয়েছেন কেকেআর মেন্টর ডোয়েইন ব্রাভো। দলের ব্যাটাররা সব আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন বলে জানিয়েছেন তিনি।
ব্রাভো বলেছেন,”আমরা মোটেই ভাব ব্যাট করতে পারছি না। আইপিএল খুব কঠিম প্রতিযোগিতা। সেখানে শুরুটা ভাল না হলে আত্মবিশ্বাসের অভাবে ভোগে প্লেয়াররা। আমাদের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। আমাদের মিডল অর্ডার ভাল ব্যাটিং করতে পারছি না। সেটা যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে।” দলের পুরো ব্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুলেছেব ব্রাভো। একা রাসেলের ঘাড়ে দোষ চাপাতে নারাজ ব্রাভো।
advertisement
দলের ব্যাটারদের সমালোচনা করলেও বোলারদের প্রশংসা শোনা গিয়েছে কেকেআর মেন্টরের গলায়। বোলাররা অনেক উন্নতি করেছে বলে জানিয়েছেন ডোয়েইন ব্রাভো। দলের পারফরম্যান্স শোধরানোর জন্য যাবতীয় যা করার তাই করবেন বলে জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর।