TRENDING:

KKR, Sam Billings : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনায় হেসেই খুন কেকেআর তারকা বিলিংস

Last Updated:

KKR English wicket keeper batsman Sam Billings enjoys on being compared to Cristiano Ronaldo. ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনায় হেসেই খুন কেকেআর তারকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্যাম বিলিংস এবং রোনালদোকে নিয়ে এভাবেই মজা করা হয়েছে কেকেআরের সোশ্যাল মিডিয়ায়
স্যাম বিলিংস এবং রোনালদোকে নিয়ে এভাবেই মজা করা হয়েছে কেকেআরের সোশ্যাল মিডিয়ায়
advertisement

আরও পড়ুন - ISL Final : নায়ক গোলরক্ষক কাট্টিমনি! কেরলকে টাইব্রেকারে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হায়দারাবাদ

মরশুমের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলা কলকাতা নাইট রাইডার্সও অনুশীলনে মগ্ন। তবে শুধু ক্রিকেট নয়, অনুশীলনে কিন্তু ফুটবলও বাদ নেই। ঘাম ঝড়াতে কোচ ব্রেন্ডন ম্যাকালাম থেকে শুরু করে স্যাম বিলিংস, নীতিশ রানা, সকলকেই ফুটবল খেলায় মাততে দেখা গিয়েছে। এ অবশ্য নতুন কিছু নয়, ক্রিকেট মাঠে প্রায়শই অনুশীলন থেকে ম্যাচের আগে ফুটবল খেলে গা ঘামাতে দেখা যায় খেলোয়াড়দের। কেকেআরের হয়েও অন্যথা হল না।

advertisement

আরও পড়ুন - Ishan Kishan, Mumbai Indians : ১৫ কোটির চাপ নেই ! ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাবেন ঈশান, বলছেন কোচ

কেকেআর সম্প্রতি সেই ফুটবল খেলার এক ভিডিয়োও পোস্ট করেছিল। সেখানে স্যাম বিলিংসকে বেশ সুন্দর একটি গোল করতে দেখা যায়। কেকেআরের এই ইংরেজ উইকেটকিপারের সেই ফুটবল খেলার মুহূর্তের সঙ্গে পর্তুগিজ মহাতারকার এক ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে কেকেআর। ক্যাপশনে লেখে, অনেকটাই একরকম, তাই নয় কি স্যাম বিলিংস?

advertisement

বিলিংস নিজে ফুটবলের বড় ভক্ত। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ফুটবল নিয়ে নানা মন্তব্য করে থাকেন তিনি। ব্যাপারটা কিন্তু তিনি বেশ উপভোগই করেছেন। কেকেআরের পোস্টের জবাবে তিনি লেখেন, ‘সিউউউউউ! আমায় (রোনাল্ডো হতে হলে) তবে আরেকটু সূর্যের নীচে থাকতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

গোটা বিষয়টা বেশ হাসিঠাট্টার মধ্যে হয়েছে, যা এই মুহূর্তে নাইট তারকাদের মানসিকভাবে চনমনে থাকার পরিচয়বাহক। বিলিংস একটা সময় টটেনহ্যাম হটস্পারে জুনিয়র দলে খেলেছেন। পরে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন। এবার আইপিএলে ভাল কিছু করে দেখাতে মরিয়া তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR, Sam Billings : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনায় হেসেই খুন কেকেআর তারকা বিলিংস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল