আরসিবির বিপক্ষে মেরেছিলেন ৪টি চার ও ৫টি ছক্কা। এক ওভারে ৪টি ছক্কা মেরেছিলেন তিনি। কেকেআরের জয়ের পর শাস্তিও পেয়েছেন জেসন রয়। এতে তাঁর লক্ষ লাখ টাকার ক্ষতি হয়েছে। চলতি মরশুমে ৮ নম্বর ম্যাচ খেলে কেকেআর-এর এটি তৃতীয় জয়, আর ব্যাঙ্গালুরুর ৮ ম্যাচে এটি তাদের চতুর্থ পরাজয়। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন - KKR: কেকেআরের বরুণ চক্রবর্তী ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করলেন কাকে? জানলে অবাক হবেন
তিনি আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.২ -এর লেভেল ১-এর অপরাধ করেছেন। বৈশাক দশম ওভারের শেষ বলে রয়কে বোল্ড করেন, এরপর প্যাভিলিয়নে ফেরার সময় জেসন রয় তাঁর রাগ দেখিয়ে ব্যাট উড়িয়ে দেন। তাঁর আচরণ নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। এরপরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেয় আইপিএল কর্তৃপক্ষ। শুধু তাই নয় জেসন রয় নাকি উইকেটেও ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন।
তবে নিজের দোষ মেনে নিয়েছেন তিনি। কথা দিয়েছেন এরকম আচরণ ভবিষ্যতে হবে না। নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পন্ডিত আশাবাদী রয় নিজের মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে কেকেআর প্রত্যেকটা ম্যাচে পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে পারবে। রয়ের প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। কেভিন পিটারসেন মনে করেন রয় প্রথম ১০ ওভার থাকতে পারলেই কেকেআরের বড় রান তোলার প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে।