টস জিতে পোলার্ড ব্যাট করতে পাঠান ম্যাথিউজদের৷ ক্যারিবিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তোলে স্কোরবোর্ডে৷ জবাবে ৪১ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় পোলার্ড অ্যান্ড কোং৷ পোলার্ড ব্রিগেডের জয়ের অন্যতম কারিগর পোলার্ড নিজেই৷
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১১ বলে ঝোড়ো ৩৮ রান করেন তিনি৷ মাত্র ১৮ মিনিট ক্রিজে থেকেই যা করার করে দিয়ে যান তিনি৷ শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয় পোলার্ডকে বল করার আগের ওভারেই হ্যাটট্রিক করে আনন্দে মেতে উঠেছিলেন৷ কিন্তু ধনঞ্জয় জানতেন না যে, তাঁর জন্য অভিশপ্ত রাত অপেক্ষা করে রয়েছে৷ ধনঞ্জয়ের করা ৬টি বলই পোলার্ড পাঠালেন গ্যালারিতে৷ দলের স্কোরবোর্ড ৬২/৪ থেকে পাওয়ারপ্লে-র ওভারের পর পোলার্ড নিয়ে গেলেন ৯৮/৪-এ৷
advertisement
দেখে নিন সেই ভিডিও:
পোলার্ডের আগে মাত্র ২ জন ব্যাটসম্যানই পেরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬টি ছয় মারতে৷ ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস (Herschelle Gibbs) নেদারল্যান্ডসের ড্যান ফান বাঞ্জির ওভারের প্রতিটা বলে ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন৷ সেবছরই টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিং (Yuvraj Singh) ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) সঙ্গে ঠিক একই আচরণ করেছিলেন৷