TRENDING:

Kerala Blasters ISL Final : জামশেদপুরকে হারিয়ে এই নিয়ে তৃতীয় বার আইএসএল ফাইনালে পৌঁছল কেরল ব্লাস্টার্স

Last Updated:

Kerala Blasters beat Jamshedpur FC courtesy Adrian Luna goal on aggregate to reach ISL final. তৃতীয়বার আইএসএল ফাইনালে কেরল ব্লাস্টার্স। নায়ক লুনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল ব্লাস্টার্স -১
দুরন্ত দলগত পারফরম্যান্সে আইএসএল ফাইনালে কেরল ব্লাস্টার্স
দুরন্ত দলগত পারফরম্যান্সে আইএসএল ফাইনালে কেরল ব্লাস্টার্স
advertisement

জামশেদপুর -১

গড়ে ২-১ জয়ী কেরল ব্লাস্টার্স

#গোয়া: হলুদ বনাম লাল জার্সির লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত হলুদ জার্সিধারীদের। উরুগুয়ের তারকা ফুটবলার অ্যাড্রিয়ান লুনা গোল করে এগিয়ে দিয়েছিল কেরল ব্লাস্টার্সকে। ১৮ মিনিটের মাথায় লিড নেয় কেরল। দ্বিতীয়ার্ধে জামশেদপুর এর প্রণয় হালদার খেলায় সমতা ফিরিয়ে আনেন। যদিও গোল করার আগে তিনি হাত দিয়ে বল থামিয়েছিলেন। রেফারির নজর এড়িয়ে যায়।

advertisement

আরও পড়ুন - Lionel Messi Argentina jersey : আর্জেন্টিনার প্রতি ম্যাচে মেসির জন্য ৩০০ জার্সি রাখতে হয়! কেন জানলে অবাক হবেন

ম্যাচে দুর্দান্ত খেলেন কেরলের লুনা, আলভারও, ডিয়াজ এবং ডিফেন্স এর লেসকোভিচ। ম্যাচের সেরা লুনা। আইএসএলর ইতিহাসে আজকের আগে পর্যন্ত দুবার ফাইনাল খেলেছিল কেরল ব্লাস্টার্স। প্রথমবার ২০১৪ সালে এটিকের কাছে এক গোলে পরাজিত হয়েছিল তারা। গোল করেছিলেন মহম্মদ রফিক। এরপর ২০১৬ সালে আবার ফাইনালে পৌঁছায় হলুদ জার্সিধারীরা। কিন্তু সেবারও থামতে হয় রানার্স হয়ে। টাইব্রেকারে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় এটিকে।

advertisement

আজ কেরলের কাছে বড় পরীক্ষা ছিল নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার। ভারতবর্ষের অন্যতম ফুটবল প্রিয় রাজ্য হয়েও দেশের সেরা লিগ না জেতার বেদনা ছিল তাদের। সামনে ছিল জামশেদপুর, যারা প্রথমবার সেমি ফাইনালে উঠেছিল। স্কটিশ ম্যানেজার ওয়েন কয়েলের হাত ধরে এই মরশুমে দুরন্ত ফুটবল খেলছিল জামশেদপুর।

প্রথম লেগে আব্দুল সামাদের গোলে জামশেদপুরকে হারিয়েছিল কেরল। তাই আজ দেখার ছিল প্রথম পর্বে এগিয়ে থাকার সুবিধা ধরে রাখতে পারে কিনা কেরল ব্লাস্টার্স। নাকি ইতিহাসে প্রথমবার ফাইনালে পৌঁছায় জামশেদপুর। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না জানা ছিল। কেরলের সাহল সামাদ, পুটিয়া, আলভারও, লুনা, পেরেরা ডিয়াজ নাকি জামশেদপুরের চিমা, গ্রেগ স্টুয়ার্ট, ঋত্বিক দাস, পিটার হার্টলে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শেষ পর্যন্ত কারা বাজিমাত করে সেটাই দেখার ছিল। জামশেদপুর লিগ শিল্ড জিতলেও ফাইনালে উঠতে পারল না। আগামীকাল এটিকে মোহনবাগান এবং হায়দারাবাদের মধ্যে জয়ী দল রবিবার ফাইনাল খেলবে কেরল ব্লাস্টার্স এর বিরুদ্ধে। তবে কেরলের সাফল্যের কৃতিত্ব দিতেই হবে সার্বিয়ান ম্যানেজার ইভান ভুকোম্যানভিচকে। দলটাকে একটা সূত্রে তৈরি করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/খেলা/
Kerala Blasters ISL Final : জামশেদপুরকে হারিয়ে এই নিয়ে তৃতীয় বার আইএসএল ফাইনালে পৌঁছল কেরল ব্লাস্টার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল