এরকমই স্পিনের জাদু দেখা গেল কেসিসি টি২০ চ্যালেঞ্জার্স কাপের কুয়েত ন্যাশনাল বনাম এসবিএস সিসি-র ম্যাচে। ওয়ার্নের মতো নিখুঁত অতিরিক্ত স্পিন না হলেও মহম্মদ ওয়াকার আঞ্জুম যা করেছেন, সেটাও কম নয়।
আরও পড়ুন- KKR তারকা বোলার ফাটালেন বোমা, ‘আমি চোট পেয়েছি বলে দল থেকে বার করে দিল’,তারপর…
ঠিক কী হয়েছিল? ক্রিজে ব্যাট করছিলেন এসবিএস সিসি-র বিয়ান্ত সিং। স্কোরবোর্ডে ৯৯ রানে ৩ উইকেট। তখনই বল করতে এলেন কুয়েত ন্যাশনালসের মহম্মদ ওয়াকার আঞ্জুম। ডেলিভারির ধরন অনেকটা কিংবদন্তি মুরলিধরণের মতো। তবে বোলিং মোটেই ‘মুরলিচিত’ হয়নি। অনেকে এটাকে ‘ভুলের ভেলকি’ বলছেন।
advertisement
দেখলে মনে হবে, ওয়াকারের হাত থেকে বল বুঝি পিছলে গিয়েছে। অনেকটা উঁচুতে ডেলিভারি হয়। বিমার বা উচ্চ ফুল টসের মতো। বিয়ন্ত এমনটাই ভেবেছিলেন। স্যুইংয়ের মোকাবিলা করতে অফস্ট্যাম্পের দিকে সরে যান বিয়ন্ত। কিন্তু সবাইকে অবাক করে বল বল বিয়ন্তের পায়ের কাছে পড়ে চকিতে বাঁক নিয়ে লেগ স্টাম্প ছিটকে দেয়।
বিয়ন্ত শেষ মুহূর্তে শট নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ওয়াকারের এই ডেলিভারি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক্স প্ল্যাটফর্মে একজন কিছুটা ব্যঙ্গের সুরেই লিখেছেন, ‘শতাব্দীর সেরা ডেলিভারি’। আরেক ইউজারের কটাক্ষ, ‘বল কুয়েত থেকে ওমানে ঘুরছে’। একজন তো সরাসরি লিখে দিয়েছেন, ‘এত ক্যাজুয়াল ডেলিভারিতে উইকেট! ভাবাই যায় না’।
আরও পড়ুন- রান্টি মার্টিন্সকে মনে আছে?কলকাতা দাপিয়ে খেলা ফুটবলার এখন কোথায়?চমকে যাবেন শুনে
এবারই প্রথম নয়। ক্রিকেট মাঠের মজার মুহূর্ত আগেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ফিল্ডিংয়ের মুহূর্ত। এক ক্রিকেটারের বাইন্ডারি আটকানোর ব্যর্থ প্রয়াস তো মিমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
প্রথমে বল ধরে হোঁচট খেয়ে পড়ে যান। হাত থেকে ছিটকে যায় বল। তারপর ডাইভ মারেন কিন্তু বলের নাগাল পান না। শেষে বল ধরে ফেরত পাঠাতে গেলে নিজের পায়ে লেগে বাউন্ডারি হয়ে যায়। সে এক কীর্তি বটে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। অনেকে রসিকতা করে লিখেছিলেন, ‘ক্রিকেটের সঙ্গে ইয়ার্কি মারছে’।