রান্টি মার্টিন্সকে মনে আছে? কলকাতায় দাপিয়ে খেলা ফুটবলার এখন কোথায়? চমকে যাবেন শুনে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Where is former East Bengal star footballer Ranti Martins now: ভারতীয় ক্লাব ফুটবলে সেরা বিদেশী ফুটবলারদের নিয়ে আলোচনা হলে প্রথম কয়েক জনের মধ্যেই নাম আসবে রান্টি মার্টিন্সের। কিন্তু এখন কোথায় ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা।
ভারতীয় ফুটবলে নানা সময়ে নানা বিদেশী ফুটবলার এসেছেন। কিন্তু যাদের খেলা সকলের স্মরণে থেকে গিয়েছে, যেই ফুটবলাররা নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে ফ্যানেদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম হল রান্টি মার্টিনস। দীর্ঘ বছর ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে খেললেও বর্তমানে কোথায় রান্টি? সেই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। (ছবিঃ সংগৃহীত)
advertisement
আইএসএল শুরু হওয়ার আগে পর্যন্ত ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা ছিল আই লিগ। তখন নাইজেরিয় ফুটবলারদের দাপট ছিল। এখনও আইলিগে নাইজেরিয়ার প্লেয়ারদের দেখা যায়। রান্টি মার্টিনসও ২০০৪ সালে ডেম্পো থেকে ভারতীয় ক্লাব ফুটবলে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাকে হয়নি। (ছবিঃ সংগৃহীত)
advertisement
নিজের কেরিয়ারের সেরা সময়টা ডেম্পোতেই কাটিয়েছেন রান্টি। ২০০৪ সালে ডেম্পোতে যোগ দিয়েই ফেডারেশন কাপ জেতেন। গোয়ার ক্লাবের ৫ বার ভারত সেরা ট্রফি জিতেছেন তিনি। তামধ্যে ২ বার ন্যাশনাল ফুটবল লিগ জেতেন ও আইলিগ জেতেন তিনবার। ডুরান্ড জয়েরও স্বাদ ডেম্পোতে থাকাকালীন পেয়েছেন রান্টি। ডেম্পোর হয়ে ১৬৪ ম্যাচে ১৪৬ টি গোল করেন তারকা ফুটবলার। (ছবিঃ সংগৃহীত)
advertisement
advertisement
২০১৪ সালে ইস্টবেঙ্গলে সই করেন রান্টি মার্টিন্স। দাপটের সঙ্গে ফুটবল খেলেন তিনি। লাল-হলুদ জার্সি গায়েও সেরা ফর্মে পাওয়া যায় রান্টিকে। সেই সময় রান্টি ও ডুডু জুটি প্রতিপক্ষের রক্ষণের ত্রাস ছিলেন। লাল হলুদের হয়ে রন্টি ৬০টা ম্য়াচে ৪৩গোল করেন। ২ বার জেতেন সোনার বুট। তবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে আই লিগ জেতার সৌভাগ্য হয়নি ইস্টবেঙ্গলের। (ছবিঃ সংগৃহীত)
advertisement
এরপর ট্রেভর জেমস মরগ্যানের দ্বিতীয়বার যখন কোচ হয়ে আসেন ইস্টবেঙ্গলের তখন রান্টিকে বাদ দেন। তারপরই ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন রান্টি। তারপর মালেশিয়ার পেনাং এফসি ও আমেরিকান সকার লিগে মেরিল্যান্ড এসজিএফসি ইগলসে খেলেন। তবে বয়সের করণে ও ফর্ম না থাকায় ২০২০ সালে ফুটবলকে বিদায় জানান। জানা গিয়েছে দেশে বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসার করছেন তিনি। নতুন জীবনেও সাফল্য পেয়েছেন রান্টি। (ছবিঃ সংগৃহীত)