TRENDING:

Kapil Dev on Virat vs Ganguly : বিরাট বনাম সৌরভ লড়াই নিয়ে এবার বড় বয়ান কপিল দেবের ! জানুন

Last Updated:

Kapil Dev says Virat Kohli and Sourav Ganguly differences should be put aside. বিরাট এবং সৌরভের লড়াই দক্ষিণ আফ্রিকা সফরে প্রভাব ফেলবে, আশঙ্কা কপিলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরাট এবং সৌরভের লড়াই দক্ষিণ আফ্রিকা সফরে প্রভাব ফেলবে, আশঙ্কা কপিলের
বিরাট এবং সৌরভের লড়াই দক্ষিণ আফ্রিকা সফরে প্রভাব ফেলবে, আশঙ্কা কপিলের
advertisement

আরও পড়ুন - Konica Layek Commits Suicide: রাইফেল উপহার দিয়েছিলেন সোনু সুদ, হাওড়ায় আত্মঘাতী শ্যুটার কণিকা লায়েক

এবার মুখ খুললেন কপিল দেব (Kapil Dev on Virat vs Sourav Ganguly)। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার দুঃখ পেয়েছেন এই ঘটনায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যেটা হচ্ছে, সেটা কাঙ্ক্ষিত নয়। দিনের শেষে এই ঠান্ডা লড়াই আর ঠান্ডা নেই। বিরাট কোহলি যেভাবে সকলের সামনে বোর্ডের বিরুদ্ধে কথা বলেছেন, সেটা মানতে পারছেন না ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার।

advertisement

অতীতেও অধিনায়কের সঙ্গে বোর্ডের বিভিন্ন ব্যাপারে মনকষাকষি হয়েছে। কিন্তু সেটা জনসমক্ষে আসেনি। কোন ভারতীয় অধিনায়ক বোর্ড প্রেসিডেন্ট (BCCI President) যা বলেছেন, তার বিপক্ষে মিডিয়ায় কথা বলেননি। এটা অলিখিত নীতি। একবার অতীতে মহিন্দর অমরনাথ নির্বাচকদের জোকার বলে শাস্তি ভোগ করেছিলেন। কপিল মনে করেন ভেতরে যাই থাক, সেটা কথা বলে মিটিয়ে ফেলা উচিত ছিল দুই পক্ষের। এতে ক্ষতি হচ্ছে ভারতীয় ক্রিকেটের।

advertisement

আরও পড়ুন - Sunil Narine Income In IPL: ভারতে খেলতে এসে পেয়েছেন ব্য়াগ ভর্তি টাকা! সুনীল নারিনের মাইনে রেকর্ড গড়ল

বিশেষ করে সামনে দক্ষিণ আফ্রিকা সফর (India tour of South Africa)। যে দেশে কোনদিন টেস্ট সিরিজ জেতেনি ভারত। কপিল অনুরোধ করেছেন যাবতীয় ঝামেলা এবং দোষারোপ পাল্টা দোষারোপ ভুলে গিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দিকে মনোনিবেশ করতে। কে ভুল, কে ঠিক, কে মিথ্যে কথা বলছে, সব আজ নয় কাল বেরিয়ে যাবে। কিন্তু ক্রিকেট থেমে থাকবে না। এই ঝামেলার প্রভাব দলের ওপর পড়তে বাধ্য।

advertisement

কপিল মনে করেন বোর্ড প্রেসিডেন্ট অবশ্যই বিরাট সম্মানের জায়গা। কিন্তু ভারত অধিনায়কের পদটাও কম গুরুত্বপূর্ণ নয়। তিনি জানেন না আসল ব্যাপার কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের কথা ভাবা। দলের কথা ভাবা। ফোকাস নষ্ট হয়, এমন ব্যাপারে মাথা গলানো উচিত নয়। বোর্ডের সঙ্গে অধিনায়কের মতের অমিল হতেই পারে। কিন্তু সেটা ব্যক্তিগত পর্যায় নিয়ে যাওয়া উচিত নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মনে রাখতে হবে ভারতের ক্যাপ্টেন যেমন মাঠে নেমে পারফর্ম করেন দলকে জেতানোর জন্য, তেমনই বোর্ড প্রেসিডেন্ট যাবতীয় ব্যবস্থা এবং দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে কাজ করেন। সেই কাজ থেকে অর্থ লাভ হয় না তার। ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকেই এই কাজ করেন বোর্ড সভাপতি। তাই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাড়াতাড়ি শেষ হোক, চাইছেন কপিল।

বাংলা খবর/ খবর/খেলা/
Kapil Dev on Virat vs Ganguly : বিরাট বনাম সৌরভ লড়াই নিয়ে এবার বড় বয়ান কপিল দেবের ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল