কলকাতা নাইট রাইডার্সের তারকা তিনি। মিস্ট্রি স্পিনার। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করেছেন। এমন ক্রিকেটারের বেতন আকাশছোঁয়া হওয়ারই কথা। তাই বলে এত! কেকেআরেরে হয়ে ১১ মরশুমে খেলতে নামবেন সুনীল নারিন। আইপিএলে খেলে এখনও পর্যন্ত ১০০ কোটি টাকা উপার্জন করে ফেলেছেন নারিন।
2/ 6
এসেছিলেন মিস্ট্রি স্পিনার হিসাবে। তবে এখন তিনি অলরাউন্ডার। আইপিএল ২০২১ পর্যন্ত খেলে এই টুর্নামেন্ট থেকে ৯৫.২ কোটি টাকা উপার্জন করেছিলেন নারিন। নারিনকে এবার আইপিএল ০২২-এর জন্য ৬ কোটি টাকায় রিটেইন করেছে কেকেআর।
3/ 6
অর্থাত্, আইপিএল ২০২২-এ খেলে মোট ১০০ কোটি টাকা উপার্জন করে ফেলবেন নারিন। এর আগে আইপিএল থেকে বিদেশি ক্রিকেটার হিসাবে ১০০ কোটি টাকা উপার্জন করেছিলেন এবি ডিভিলিয়ার্স। এবার দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রেকর্ড নারিনের।
4/ 6
কেকেআরের সঙ্গে দশ বছর ধরে রয়েছেন সুনীল নারিন। ১৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৯৫৪। উইকেট নিয়েছেন ১৪৩টি।
5/ 6
বিরাট কোহলি, এমএস ধোনি, রোহিত শর্মারা ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএল থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেছেন। তবে এই তালিকয় বিদেশি হিসাবে রয়েছেন মাত্র ২ জন। এবি ডিভিলিয়ার্স ও সুনীল নারিন।
6/ 6
ধোনি এখনও পর্যন্ত আইপিএল থেকে উপার্জন করেছেন ১৫২.৮ কোটি টাকা। রোহিত শর্মা ১৪৬.৬ কোটি টাকা। বিরাট কোহলি ১৪৩.২ কোটি টাকা। সুরেশ রায়না ১১০.৪ কোটি টাকা। এবি ডিভিলিয়ার্স ১০২,৫ কোটি টাকা।