TRENDING:

Kapil Dev: `হার্দিক ফিট থাকলেই কেল্লাফতে'! বিশ্বকাপে অলরাউন্ডারকে নিয়ে কপিলের বোমা

Last Updated:

পান্ডিয়াকে নিয়ে ভয় ব্যক্ত করেন কপিল। হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমার বড্ড ভয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: একটা সময় তার সঙ্গে তুলনা করা হত ছেলেটার। তখন অনেকেই বলেছিলেন রাম আর রাম ছাগল এক হতে পারে না। হয়তো কপিল দেব হতে পারেননি, কিন্তু অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া নিজেকে যথেষ্ট উন্নত করেছেন শেষ কয়েক বছরে। আইপিএল দলের ক্যাপ্টেন, ভারতীয় দলের টি-টোয়েন্টি দায়িত্ব সামলাচ্ছেন। সমর্থকদের বিপুল প্রত্যাশার চাপ ঘাড়ে নিয়ে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে।
হার্দিকের ফিটনেস নিয়ে চিন্তিত কপিল
হার্দিকের ফিটনেস নিয়ে চিন্তিত কপিল
advertisement

অথচ এখনও পর্যন্ত পূর্ণ শক্তির দল হাতে পাবে কিনা ভারত, সেটাই ঘোর অনিশ্চিত। এই অবস্থায় কপিল দেব ভারতীয় দলের এমন একজন ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন, এই মুহূর্তে যাঁর চোট-আঘাতের কোনও চিহ্ন নেই এবং তিনি পুরোপুরি ম্যাচ ফিট। আসলে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, এমন কথা ভেবেই টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভয় ব্যক্ত করেন কপিল।

advertisement

আরও পড়ুন – বিরাট না বাবর, কে সেরা? বিশ্বকাপে দুই তারকাকে নিয়ে এখন থেকেই তুঙ্গে উত্তেজনা

হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমার বড্ড ভয়। ও খুব তাড়াতাড়ি চোট পেয়ে বসে। যদি সব ক্রিকেটাররা ফিট থাকে, তবে ভারতীয় দলকে অত্যন্ত জমাট দেখাবে। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, দেখুন, চার বছর পরে বিশ্বকাপ আসে। সুতরাং, আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমাদের ম্যাচ প্র্যাক্টিস দরকার। আমাদের আরও বেশি ওয়ান ডে খেলতে হবে।

advertisement

সাম্প্রতিক সময়ে কদাচিৎই পান্ডিয়াকে নিজের বোলিং কোটা পূর্ণ করতে দেখা যায়। এমনকি টি-২০ ক্রিকেটেও অনেক সময় চার ওভারের বোলিং কোটা পূর্ণ করেন না তিনি। বিশ্বকাপে শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, বরং অল-রাউন্ডার হিসেবেই যে হার্দিককে পেতে আগ্রহী ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কপিল মনে করেন হার্দিক পান্ডিয়া যদি ফিট থাকেন এবং ছন্দে থাকেন তাহলে ভারতের চিন্তা অর্ধেক হয়ে যায়। হার্দিক খুব বুদ্ধিমান ক্রিকেটার এবং গত এক বছরে নিজেকে অনেক উন্নত করেছেন। মাথা দিয়ে খেলাটা বিচার করেন। তাই কপিল মনে করেন হার্দিক ফিট থাকলে ভারতের আশীর্বাদ। আর ভগবানের কাছে প্রার্থনা করেন যেন বিশ্বকাপের আগে তার চোট না হয়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kapil Dev: `হার্দিক ফিট থাকলেই কেল্লাফতে'! বিশ্বকাপে অলরাউন্ডারকে নিয়ে কপিলের বোমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল