দুবাই : এশিয়া কাপ শেষ। তবে নাটক শেষ হচ্ছে না। যে নাটক চলল গোটা এশিয়া কাপ জুড়ে, তা এখনও চলছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টার বেশি সময় পর শুরু হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঞ্চেই দাঁড়িয়ে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। কিন্তু তিনি ছিলেন একবারেই নীরব। পাকিস্তানের খেলোয়াড়রা রানার্সআপের মেডেল নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে। তবে নাকভির থেকে এশিয়া কাপ ট্রফি নিলেন না সূর্যকুমার যাদবরা।
advertisement
এশিয়া কাপ জিতলেও ট্রফি নেয়নি ভারতীয় দল। এমন ঘটনা নিয়ে দু’দেশের প্রাক্তন ক্রিকেটাররা একে অপরকে নিশানা করেছেন। এদিকে, ভারতীয় ক্রিকেটাররা দুই প্রাক্তন ক্রিকেটারের সমর্থন পেলেন না। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও ওই দলের সদস্য সৈয়দ কিরমানি ভারতের এই ট্রফি না নেওয়ার সমালোচনা করেছেন।
এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, “ক্রিকেটকে ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ রাখলে ভাল। প্রতিপক্ষকে সম্মান দেখিয়েছি আমরা। এখনকার ক্রিকেটারদের মধ্যে সেটা নেই। আমার মনে হয়, সংবাদমাধ্যমেরও একটা ভূমিকা আছে এক্ষেত্রে। খেলায় কোনওভাবেই যাতে রাজনীতি না ঢোকে, সেটা দেখতে হবে।”
আরও পড়ুন- পর্দার পিছনে অন্য খেলা…! পাকিস্তান ক্যাপ্টেনের মারাত্মক অভিযোগ, সত্যি হলে যা হবে…
কিরমানি বলেছেন, ভারত-পাকিস্তানের ম্যাচে এবার কোনও ভদ্রলোক ছিল না। গোটা টুর্নামেন্টজুড়ে মাঠে অনেকে ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করেছে। ভারতের বাইরে থেকে বন্ধুরা যা বলছে তাতে আমি লজ্জিত। ওরা বলছে, আগে ক্রিকেট ভদ্রলোকরা খেলত। এখন পরিস্থিতি আর কোনওভাবেই এক নয়।”